আমস্ট্রংয়ের `পাতাল প্রবেশ`, বোল্ট `আকাশে`

ল্যান্স আর্মস্ট্রং, উসেইন বোল্ট। ক্রীড়াবিশ্বের আকাশে এই দুই নক্ষত্র এখন দুই মেরুতে। একজনের কীর্তিকে বলা হচ্ছে বিশ্ব ক্রীড়া ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক ঘটনা। আর একজন মহাসাফল্যের এমন সীমায় চলে গেছেন যেখান থেকে পরবর্তী সাফল্যের মাইলস্টোন কি হবে তা কঠিন হয়ে পড়ছে।

Updated By: Oct 11, 2012, 09:25 PM IST

ল্যান্স আর্মস্ট্রং, উসেইন বোল্ট। ক্রীড়াবিশ্বের আকাশে এই দুই নক্ষত্র এখন দুই মেরুতে। একজনের কীর্তিকে বলা হচ্ছে বিশ্ব ক্রীড়া ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক ঘটনা। আর একজন মহাসাফল্যের এমন সীমায় চলে গেছেন যেখান থেকে পরবর্তী সাফল্যের মাইলস্টোন কি হবে তা কঠিন হয়ে পড়ছে।
কিংবদন্তি সাইক্লিস্ট লান্স আর্মস্ট্রং যে সত্যিই ডোপ করতেন তার প্রমাণ দিল মার্কিন ডোপিং এজেন্সি। আর্মস্ট্রংকে দুশো পাতার রিপোর্ট পাঠিয়েছে উসাডা। তিনি যে ডোপ করতেন তার প্রমাণ উসাডার কাছে চেয়েছিলেন আর্মস্ট্রং। এমনকি আর্মস্ট্রং কিভাবে তাঁর দলের সতীর্থদের ডোপ করাতেন তারও প্রমাণ দিয়েছে মার্কিন ডোপিং এজেন্সি। পাশাপাশি দিয়েছে তাঁর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া ২৬ জনের নাম। এই ঘটনাকে মার্কিন সংবাদমাধ্যম আমস্ট্রংয়ের `পাতাল প্রবেশ` বলে কটাক্ষ করছে।
 
লন্ডন অলিম্পিকের পর আকাশে ভাসছেন উসেইন বোল্ট। ঠিকই করতে পারছেন না আদৌ কি করতে চান তিনি। ১০০ কিংবা ২০০ মিটার রেস ছেড়ে কখনও ফুটবল আবার কখনও লং জাম্প বেছে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেই চলেছেন তিনি। এবার বোল্ট জানিয়েছেন মরসুমের শুরুতে ঠিক করবেন কি করতে চান তিনি। তবে একবার যে ফুটবল খেলতে চান, সেটাও ফের জানিয়েছেন বোল্ট।

.