KKR IPL Playoffs Record: আবার নাইটদের মহাসংগ্রাম, রেকর্ড কী বলছে? সব জেনেই বসুন খেলা দেখতে

KKR IPL Playoffs Record In Details: ফের প্লেঅফে কেকেআর। এই নিয়ে ১৩ বার। অতীতের রেকর্ডে যেমন আছে ভালো দিক, তেমনই খারাপ দিকও আছে।

Updated By: May 21, 2024, 04:18 PM IST
KKR IPL Playoffs Record: আবার নাইটদের মহাসংগ্রাম, রেকর্ড কী বলছে? সব জেনেই বসুন খেলা দেখতে
কেকেআরের আইপিএল প্লেঅফ রেকর্ড কিন্তু ভালো-মন্দ মিশিয়ে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এ যেন সেই 'আঠারো আসুক নেমে'র মতো কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) কপালে 'আঠারো এল নেমে'র চিত্রনাট্য় লেখা হয়েছে! মুম্বই ইন্ডিয়ান্সকে '১৮' রানে হারিয়ে, ঠিক '১৮' পয়েন্ট তুলেই, সবার আগে প্লেঅফে গিয়েছিলেন শ্রেয়স আইয়াররা। আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই কেকেআরের সামনে অগ্নিপরীক্ষা। 

আরও পড়ুন: ঘুম চোখে মুখে হাসি, গায়িকার বিছানায় নাইটদের জার্সি, তৃপ্তিতে জড়িয়ে রাসেলরা!

আজ অর্থাৎ মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, নাইটরা সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কোয়ালিফায়ার ওয়ান খেলতে নামছে। এই ম্য়াচ জিতলেই শ্রেয়স আইয়াররা চলে যাবেন ফাইনালে। প্য়াট কামিন্সদের বিরুদ্ধে জিততে না পারলেও ফের সুযোগ থাকবে ফাইনালে যাওয়ার। ২৪ মে সেক্ষেত্রে কেকেআরকে জিততেই হবে কোয়ালিফায়ার টু। 

কেকেআরের অসাধারণ ব্র্যান্ডের ক্রিকেট খেলেই লিগে রাজ করেছে। ১৭ বছরের ইতিহাসে এই প্রথম গৌতম গম্ভীরের টিম লিগে সবার উপরে শেষ করেছে ২০ পয়েন্ট নিয়ে। দু'বারের আইপিএল চ্য়াম্পিয়ন কেকেআর এই মরসুমে ৯টি জয় পেয়েছে। ৩টি হেরেছে তারা। দুই ম্য়াচে কোনও ফলাফল হয়নি। খেলা দেখতে বসার আগে এই প্রতিবেদনে দেখে নিন কেকেআরের প্লেঅফ রেকর্ড।

আইপিএল প্লেঅফ/ফাইনালে কেকেআর জয়/পরাজয়ের রেকর্ড

কেকেআর এখনও পর্যন্ত আইপিএল প্লেঅফ/নকআউট মিলিয়ে ১৩ বার খেলেছে বিগত ১৭ বছরে। এবং তারা আটবার জিতেছে। কেকেআর পাঁচ ম্যাচে হেরেছে। প্রথমে ব্যাট করে কেকেআর তিনবার জিতেছে এবং রান তাড়া করে পাঁচবার জিতেছে।

আইপিএল প্লেঅফ/ফাইনালে কেকেআরের সর্বাধিক রান

আইপিএল প্লে অফে কেকেআরের সর্বাধিক রান ২০০/৭। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত আইপিএল ২০১৪ ফাইনালে পঞ্জাব কিংসের (অতীতে কিংস ইলেভেন পঞ্জাব) বিরুদ্ধে কেকেআর খেলেছিল।

আইপিএল প্লেঅফ/ফাইনালে কেকেআরের সর্বনিম্ন রান

২০১৭ সালে আইপিএল কোয়ালিফায়ার টু-তে কেকেআর খেলেছিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। কেকেআর ১০৭ রানে অলআউট হয়ে গিয়েছিল।

প্লেঅফ/ফাইনালে কেকেআরের সর্বোচ্চ রান তাড়া করে জয়

বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ২০১৪ আইপিএল ফাইনালে পঞ্জাব কিংস (অতীতে কিংস ইলেভেন পঞ্জাব) প্রথমে ব্য়াট করে ৪ উইকেটে ১৯৯ রান তুলেছিল। কেকেআর এই রান তাড়া করে তিন উইকেটে জিতে যায়। কেকেআর স্কোরবোর্ডে তুলেছিল ২০০/৭।

প্লেঅফে কেকেআরের জার্সিতে সবচেয়ে বেশি রান কার?
প্লেঅফে কেকেআরের জার্সিতে সবচেয়ে বেশি রান শুভমন গিলের (১৮৪)

 প্লেঅফে কেকেআরের হয়ে সর্বাধিক উইকেট কার?
 প্লেঅফে কেকেআরের হয়ে সর্বাধিক উইকেট সুনীল নারিনের (১০)?

 আরও পড়ুন: নীতার সংসারে চরমে অশান্তি! 'হতাশ' মালকিনের ফুটন্ত আলোচনা, ভাইরাল ভিডিয়ো সামনে
 

আইপিএল প্লেঅফ/ফাইনালের সামগ্রিক ফলাফল

২০১১: এলিমিনেটরে মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআর চার উইকেটে হেরেছিল।

২০১২: কেকেআর কোয়ালিফায়ার ওয়ানে দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) এর বিরুদ্ধে ১৮ রানে জিতেছিল।

২০১২: কেকেআর ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পাঁচ উইকেটে জিতেছিল।

২০১৪: কোয়ালিফায়ার ওয়ানে কেকেআর কিংস ইলেভেন পঞ্জাবের (বর্তমানে পাঞ্জাব কিংস) বিরুদ্ধে ২৮ রানে জিতেছে।

২০১৪: আইপিএল ফাইনালে কেকেআর তিন উইকেটে পঞ্জাবকে হারিয় চ্য়াম্পিয়ন হয়। 

২০১৬: কেকেআর এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ২২ রানে হেরেছিল।

২০১৭: এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআর সাত উইকেটে জিতেছিল ডিএলএস মেথডে।

২০১৭: কোয়ালিফায়ার টু-তে মুম্বইয়ের কাছে কলকাতা ছয় উইকেটে হার।

২০১৮: এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কেকেআর ২৫ রানে জিতেছিল।

২০১৮: কোয়ালিফায়ার টু-তে সানরাইজার্সের কাছে ১৪ রানে হার।

২০২১: কেকেআর এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (অতীতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) বিরুদ্ধে চার উইকেটে জিতেছিল।

২০২১: কোয়ালিফায়ার টু-তে কেকেআর দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে তিন উইকেটে জিতেছিল।

২০২১: কেকেআর ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে ২৭ রানে হেরেছিল।

আরও পড়ুন: 'কাকা এবার ফেরো'! বিরাটের নীলনকশায় এই বিধ্বংসী ক্রিকেটার, 'পজিশন'ও করেছেন পাকা

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.