RCB-র প্রতি 'বিরাট' ভালোবাসা, IPL-এ মাঠে নামার জন্য ছটফট করছেন কিং কোহলি

আইপিএল-এর নানান মুহূর্তের ছবি ফুটে উঠেছে ৫৯ সেকেন্ডের ওই ভিডিয়ো পোস্টে।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Aug 10, 2020, 01:18 PM IST
RCB-র প্রতি 'বিরাট' ভালোবাসা, IPL-এ মাঠে নামার জন্য ছটফট করছেন কিং কোহলি
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: ভারত অধিনায়ক বিরাট কোহলির চোখে এখন শুধুই মিশন আইপিএল। আইপিএল-এ মাঠে নেমে পড়ার জন্য আর ধৈর্য ধরতে পারছেন না কোহলি। মাঠে নামার জন্য ছটফট করছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে সেই ছবি ধরা পড়ল।

ইনস্টাগ্রাম এবং টুইটারে বিরাট কোহলি লিখলেন, "সবার ওপরে আনুগত্য! যা আসতে চলেছে... তার জন্য আর অপেক্ষা করতে পারছিনা।"

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Loyalty above everything. Can't wait for what's to come.

A post shared by Virat Kohli (@virat.kohli) on

 

সঙ্গে একটা ছোট্ট ভিডিয়োর মাধ্যমে বিরাট কোহলি আইপিএল-এ আরসিবি-র হয়ে এক যুগের স্মৃতির কোলাজ তুলে ধরলেন। আইপিএল-এর নানান মুহূর্তের ছবি ফুটে উঠেছে ৫৯ সেকেন্ডের ওই ভিডিয়ো পোস্টে।

কখনও বিরাট কোহলি ইন্টারভিউ দিচ্ছেন, কখনও অনুশীলনে ব্যস্ত! আবার বিজ্ঞাপনী শুটিংয়ে মজার মজার নানা কাণ্ডকারখানা এই ভিডিয়োতে উঠে এসেছে। যা সবই আইপিএল-এর সঙ্গে জড়িত। মাঠ এবং মাঠের বাইরের নানা ঝলক বিরাটের পোস্টে। ১২ বছর ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেললেও আইপিএল না জেতার আক্ষেপ কোহলির মধ্যে রয়েছে সেটা স্পষ্ট। তবে সব ভুলে নতুন করে আমিরশাহিতে মাঠে নামার জন্য বিরাটের তাগিদ যেন এবার একটু বেশিই চোখে পড়ছে।

আরও পড়ুন -দুবাইয়ে উড়ে যাওয়ার আগে চেন্নাইয়ে শিবির ধোনিদের!

.