ক্রিকেট মাঠে ফের ফিলিপ হিউজ আতঙ্ক, মাথায় মারাত্মক আঘাত পেলেন ফ্লেচার

ক্রিকেট মাঠে ফের ফিলিপ হিউজ আতঙ্ক। এবার মাথায় বল লেগে  মারাত্মক আঘাত পেলেন লিউক ফ্লেচার। টি-টোয়েন্টি ম্যাচ চলছিল নটিংহ্যামশায়ার বনাম বার্মিংহ্যামের মধ্যে। নিজের প্রথম ওভারের প্রথম বলটাই মাথায় গিয়ে লাগে ফ্লেচারের। তাঁর বলে জোরালো শট মারেন বার্মিংহ্যামের স্যাম হেইন। সেই শটটি সটান ফ্লেচারের মাথায় গিয়ে লাগে। সঙ্গে-সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন ফ্লেচার। গোটা মাঠজুড়ে তখন আতঙ্কের ছায়া।

Updated By: Jul 9, 2017, 10:50 PM IST
ক্রিকেট মাঠে ফের ফিলিপ হিউজ আতঙ্ক, মাথায় মারাত্মক আঘাত পেলেন ফ্লেচার

ওয়েব ডেস্ক: ক্রিকেট মাঠে ফের ফিলিপ হিউজ আতঙ্ক। এবার মাথায় বল লেগে  মারাত্মক আঘাত পেলেন লিউক ফ্লেচার। টি-টোয়েন্টি ম্যাচ চলছিল নটিংহ্যামশায়ার বনাম বার্মিংহ্যামের মধ্যে। নিজের প্রথম ওভারের প্রথম বলটাই মাথায় গিয়ে লাগে ফ্লেচারের। তাঁর বলে জোরালো শট মারেন বার্মিংহ্যামের স্যাম হেইন। সেই শটটি সটান ফ্লেচারের মাথায় গিয়ে লাগে। সঙ্গে-সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন ফ্লেচার। গোটা মাঠজুড়ে তখন আতঙ্কের ছায়া।

আরও পড়ুন মোট দশজন কোচ হওয়ার জন্য আবেদন করলেও, ইন্টারভিউ দেবেন সম্ভাবত ছ'জন

মাথায় টাওয়েল বেঁধে মাঠ থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ফ্লেচারকে। আধ ঘন্টা বন্ধ থাকার পর ফের খেলা শুরু হয়। মাথায় এত জোরে বলে লাগলেও ফ্লেচার মাথায় কোনও গুরুতর আঘাত পাননি। বর্তমানে একটু ঝাঁপসা দেখা ছাড়া আর কোনও অসুবিধা হচ্ছে না তাঁর। কয়েকদিনের মধ্যেই হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিত্সকরা।

আরও পড়ুন  আজকের দিনের ক্রিকেটারদের দেখলে হাসি পায় কপিল দেবের

 

.