পেপটকের প্রয়োজনের নেই মেসিদের! মারাদোনার আবেদন খারিজ

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ক্ষোভ উগরে দেন মারাদোনা। সমালোচনা করেন কোচ সাম্পাওলি-র।

Updated By: Jun 25, 2018, 11:30 PM IST
পেপটকের প্রয়োজনের নেই মেসিদের! মারাদোনার আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদন: নাইজেরিয়ার বিরুদ্ধে শুধু জয় নয়। বিশ্বকাপের শেষ ষোলতে যাওয়ার জন্য মেসিদের সামনে রয়েছে আরও জটিল অঙ্ক। এই অবস্থায় নাইজেরিয়া ম্যাচের আগে আর্জেন্টিনার পাশে দাড়িয়ে দলকে উদ্বুদ্ধ করতে চেয়ে বারাবার আবেদন করেছেন মারাদোনা। হিগুয়েন, অ্যাগুয়েরাদের পেপটক দিতে মারাদোনা ছিয়াশির বিশ্বজয়ী প্রায় পুরো দল নিয়ে মেসিদের অনুশীলনে যেতে চেয়েছিলেন। কারণ মেসিরা কেন নিজেদের মোটিভেট করতে পারছে না, কোথায় সমস্যা হচ্ছে,  মাঠে বসে সেটা উপলব্ধি করেছেন ছিয়াশির বিশ্বজয়ী নায়ক। বসে বসে দেখতে হচ্ছে দেশের বিপর্যয়। তবুও মারাদোনার আবেদনকে গুরুত্ব দেয়নি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।

আরও পড়ুন- সুয়ারেজ-কাবানির গোলে সহজ জয় উরুগুয়ের! গোল করেও হারল 'মিশরীয় মেসি'

কার্যত বিশ্ব ফুটবলের রাজপুত্রের আবেদনকে খারিজ করে দিয়েছে তার দেশের ফুটবল ফেডারেশন। এরপরই আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ক্ষোভ উগরে দেন মারাদোনা। সমালোচনা করেন কোচ সাম্পাওলি-র।

আরও পড়ুন- আন্তর্জাতিক ম্যাচই খেলেননি! ‘আনকোরা’ আরমানিই নাইজেরিয়া ম্যাচে মেসিদের ‘গেট-কিপার’

.