IND vs WI: ধাওয়ানের পরিবর্তে একদিনের দলে মায়াঙ্ক আগরওয়াল

টি-টোয়েন্টি সিরিজে খেলা হয়নি তার। সেই চোট থেকে এখনও সেরে ওঠেন তিনি।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 12, 2019, 07:16 AM IST
IND vs WI: ধাওয়ানের পরিবর্তে একদিনের দলে মায়াঙ্ক আগরওয়াল

নিজস্ব প্রতিবেদন : টি-টোয়েন্টি সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকেও ছিটকে গেলেন শিখর ধাওয়ান। হাঁটুর চোট থেকে এখনও সেরে ওঠেননি তারকা ওপেনার। ধাওয়ানের জায়গায় ভারতীয় দলে জায়গা পেয়েছেন মায়াঙ্ক আগরওয়াল।

আরও পড়ুন -বিবাহবার্ষিকীতে আরও একটা সিরিজ নোটবুকে পুরলেন কিং কোহলি

হাঁটুর চোটের কারণে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকেও ছিটকে গেলেন শিখর ধাওয়ান। তার জায়গায় কর্ণাটকের ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকেই পরিবর্ত হিসাবে বেছে নেন জাতীয় নির্বাচকরা। মুস্তাক আলি টুর্নামেন্টে খেলার সময় হাঁটুতে চোট পান ধাওয়ান। ফলে টি-টোয়েন্টি সিরিজে খেলা হয়নি তার। সেই চোট থেকে এখনও সেরে ওঠেন তিনি। ফলে একদিনের সিরিজ থেকেও ছিটকে গেলেন তিনি। সঞ্জু স্যামসন,শুভমান গিলরা দৌড়ে থাকলেও,ধাওয়ানের পরিবর্ত হিসাবে দুরন্ত ফর্মে থাকা মায়াঙ্ককেই বেছে নিলেন নির্বাচ

.