ফুটবল যুবরাজের জন্য এই বার্তাই দিলেন মেসি-পত্নী

জিতলে শেষ ষোলো সহজ হবে মেসিদের। ড্র হলেও সুযোগ থাকবে। তবে হার হলে এবারের মতো বিশ্বকাপ স্বপ্ন মাঠে মারা যাবে মেসিদের।

Updated By: Jun 20, 2018, 12:07 PM IST
ফুটবল যুবরাজের জন্য এই বার্তাই দিলেন মেসি-পত্নী

নিজস্ব প্রতিবেদন: খাদের কিনারে দাঁড়িয়ে গোটা দল। একটা চালের ভুলেই খোয়া যেতে পারে মন্ত্রী। ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে অধরা যে স্বপ্নটা টানা ৪ বছর সযত্নে লালন-পালন করে রাশিয়া পর্যন্ত এসেছেন ফুটবলের ঈশ্বর ও তাঁর দেশ, অপমৃত্যু ঘটতে পারে সেটির। অতএব,  অতি সতর্ক আর্জেন্টিনা।

রাশিয়ায় গোলবাজি- মেসির বন্ধুই যখন শত্রু!

এমন অবস্থায় মেসির পাশে থাকার বার্তা দিয়ে আলোড়ণ ফেললেন মেসি-পত্নী আন্তোনেলা রকুজো। ইনস্টাতে মেসি-সহ তিন সন্তানের ছবি পোস্ট করে আন্তোনেলা লিখেছেন, “আমরা সবময় একসঙ্গে থেকেছি এবং আগামী দিনেও থাকব”। 

 

Siempre Juntos y con Vos mas que nunca

A post shared by AntoRoccuzzo88 (@antoroccuzzo88) on

প্রসঙ্গত, আইসল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র করে ছন্দ হারিয়েছে মারাদোনার দেশ। পেনাল্টি মিস করে কাঠগড়ায় খোদ লিওনেল মেসি। এমন অবস্থায় ক্রোয়েশিয়া ম্যাচ নীল-সাদা ব্রিগেডের কাছে যে কার্যত ডু অর ডাই, তা আর বলার অপেক্ষা রাখে না।

রাশিয়ায় গোলবাজি- মেসির পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন মারাদোনা

জিতলে শেষ ষোলো সহজ হবে মেসিদের। ড্র হলেও সুযোগ থাকবে। তবে হার হলে এবারের মতো বিশ্বকাপ স্বপ্ন মাঠে মারা যাবে মেসিদের। ফানুসের মতোই রাশিয়া থেকে রোজারিও-তে পৌঁছে যাবে কফিন বন্দি স্বপ্ন। আর তার সঙ্গেই মুছে যাবে, ‘হয় এবার, নয় নেভার’- স্লোগানও।

.