মেসি জিতলেন, রোনাল্ডো হারলেন

চ্যাম্পিয়ন্স লিগে জার্মানির মাটিতে রিয়াল মাদ্রিদের আতঙ্কের রেকর্ড অব্যাহত থাকল। তবে চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে জয় পেল বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড। অবশ্য হেরে গেল এসি মিলান, ম্যানচেস্টার সিটি। জার্মানির চ্যাম্পিয়ন ক্লাব বোরুশিয়া ডর্টমুন্ডের কাছে ১-২গোলে হেরে গেল স্পেনের চ্যাম্পিয়ন দলটি। জার্মানির মাটিতে নিজেদের খারাপ রেকর্ড বদলাতে পারল না হোসে মোরিনহোর দল।

Updated By: Oct 25, 2012, 08:24 PM IST

চ্যাম্পিয়ন্স লিগে জার্মানির মাটিতে রিয়াল মাদ্রিদের আতঙ্কের রেকর্ড অব্যাহত থাকল। তবে চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে জয় পেল বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড। অবশ্য হেরে গেল এসি মিলান, ম্যানচেস্টার সিটি। জার্মানির চ্যাম্পিয়ন ক্লাব বোরুশিয়া ডর্টমুন্ডের কাছে ১-২গোলে হেরে গেল স্পেনের চ্যাম্পিয়ন দলটি। জার্মানির মাটিতে নিজেদের খারাপ রেকর্ড বদলাতে পারল না হোসে মোরিনহোর দল। ইউরোপীয় ক্লাব চ্যাম্পিয়নশিপে ২৪টা ম্যাচের মধ্যে এই নিয়ে ১৭টা ম্যাচেই হারতে হল রিয়াল মাদ্রিদকে।
ঘরের মাঠে রবার্টের গোলে এগিয়ে গেছিল বোরুশিয়া। যদিও সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেননি জার্মানির চ্যাম্পিয়ন দলটি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলে সমতা ফেরায় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের মাঝামঝি মার্সেল মেলজারের গোল দুরন্ত জয় এনে দেয় বোরুশিয়া ডর্টমুন্ডকে। এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে গ্রুপ ডি-র শীর্ষে চলে এল বোরুশিয়া ডর্টমুন্ড।
ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড ৩-২ গোলে হারাল বার্গাকে। তবে ম্যানচেস্টার সিটি অ্যাওয়ে ম্যাচে নেদারল্যান্ডসের ক্লাব আজেক্সের বিরুদ্ধে ১-৩ গোলে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেওয়ার কাঠগড়ায় দাঁড়িয়ে। বার্সেলোনা ২-১ গোলে হারাল সেল্টিককে। মেসি গোল না করলেও দারুণ খেললেন।

.