চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল বেঁছে দিলেন মাইকেল ক্লার্ক
রমরমিয়ে চলছে দশম আইপিএল। দেশের মেগা ইভেন্ট শুরুর তিন সপ্তাহও প্রায় শেষের মুখে। মানে আইপিএলের প্রায় অর্ধেক। কিন্তু আইপিএল শেষ হওয়ার পরই যে চ্যাম্পিয়ন্স ট্রফি। কেমন হবে সেখানে ভারতীয় দল? এই প্রশ্ন নিয়েও আলোচনা শুরু গিয়েছে ক্রিকেট বিশ্বে। এখন আইপিএলের কমেন্ট্রি করতে ব্যস্ত রয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। তিনি বেঁছে দিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর পছন্দের ভারতীয় একাদশ। দেখুন তো আপনাদের পছন্দ হল কিনা।
![চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল বেঁছে দিলেন মাইকেল ক্লার্ক চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল বেঁছে দিলেন মাইকেল ক্লার্ক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/04/23/84074-clarkerdal23-4-17.jpg)
ওয়েব ডেস্ক: রমরমিয়ে চলছে দশম আইপিএল। দেশের মেগা ইভেন্ট শুরুর তিন সপ্তাহও প্রায় শেষের মুখে। মানে আইপিএলের প্রায় অর্ধেক। কিন্তু আইপিএল শেষ হওয়ার পরই যে চ্যাম্পিয়ন্স ট্রফি। কেমন হবে সেখানে ভারতীয় দল? এই প্রশ্ন নিয়েও আলোচনা শুরু গিয়েছে ক্রিকেট বিশ্বে। এখন আইপিএলের কমেন্ট্রি করতে ব্যস্ত রয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। তিনি বেঁছে দিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর পছন্দের ভারতীয় একাদশ। দেখুন তো আপনাদের পছন্দ হল কিনা।
আরও পড়ুন এভাবে ফিনিশ করে যাওয়া সম্ভব কীভাবে? উত্তর দিলেন ধোনি
১) রোহিত শর্মা
২) অজিঙ্কা রাহানে
৩) বিরাট কোহলি
৪) যুবরাজ সিং
৫) মহেন্দ্র সিং ধোনি
৬) মণীশ পান্ডে
৭) কেদার যাদব
৮) রবিচন্দ্রন অশ্বিন
৯) রবীন্দ্র জাদেজা
১০) উমেশ যাদব
১১) ভূবনেশ্বর কুমার
এছাড়া স্কোয়াডে থাকবেন ক্লার্কের কথা অনুযায়ী যশপ্রীত বুমরাহ এবং মহম্মদ শামি
আরও পড়ুন ব্যাটিংয়ে উন্নতি হয়েছে কিন্তু বোলিংয়ে আরও উন্নতি চান রায়না