জন্মদিনে বিশ্বকাপ অভিষেক এই তারকার!
ইকাতেরিনবার্গে বিশ্বকাপ অভিষেক হতে চলেছে
নিজস্ব প্রতিবেদন : জল্পনার অবসান। জন্মদিনেই বিশ্বকাপে অভিষেক হতে চলেছে মিশরীয় তারকা মহম্মদ সালহার? শুক্রবার A গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামবেন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে চোট পাওয়া সালহা। বৃহস্পতিবারই জানিয়ে দিয়েছেন মিশরের কোচ হেক্টর কুপার।
Mohamed Salah is set to play in Egypt's opening #WorldCup match against Uruguay tomorrow.https://t.co/Wf8aOfwtre pic.twitter.com/DxKJbZSRni
— Liverpool FC (@LFC) June 14, 2018
২৮ বছর পর বিশ্বকাপের মূলপর্বে মিশর। আর মহম্মদ সালহাকে ঘিরেই মিশরীয়দের বিশ্বকাপ স্বপ্ন আবর্তিত হচ্ছে। দীর্ঘ ২৮ বছর পর মিশরকে বিশ্বকাপের মূল পর্বে তোলায়, সালহার প্রতি মিশরের মানুষের প্রত্যাশার পারদও আকাশছোঁয়া। ধারে-ভারে, ফুটবল ঐতিহ্যে মিশরের চেয়ে অনেকটাই এগিয়ে উরুগুয়ে। তবু জন্মদিনে সালহাকে ঘিরেই বিশ্বকাপের মঞ্চে মির্যাকেলের অপেক্ষায় মিশরীয়রা।
আরও পড়ুন- বিশ্বকাপ জিততে বিশ্বজয়ীদের ভরসা বিয়ার!
২৬ মে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে চোট পেয়েছিলেন লিভারপুল তারকা মহম্মদ সালহা। সেই সময় সালহার বিশ্বকাপ খেলা নিয়েই অনিশ্চয়তার মেঘ দেখা দিয়েছিল। সালহা নিজে অবশ্য প্রত্যয়ী ছিলেন। আশাবাদী ছিলেন বিশ্বকাপ খেলার ব্যাপারে। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠা সেই সালহা বিশ্বকাপে অভিযান শুরু করবেন নিজের ২৬ তম জন্মদিনে। ইকাতেরিনবার্গে বিশ্বকাপ অভিষেক হতে চলেছে মিশরীয় 'রাজা'-র।