Mohammed Shami: 'আমি সবসময়...' অর্জুন জিতেই আগুনে শামি, এবার লিখেই দিলেন যা লেখার

Mohammed Shami Pens Heartfelt Post After Being Honoured With Arjuna Award: অর্জুন জেতার পর মহম্মদ শামি সমাজমাধ্য়মের পাতায় আবেগি পোস্ট করলেন। দেখুন কাদের তিনি জানালেন ধন্য়বাদ।

Updated By: Jan 10, 2024, 01:59 PM IST
Mohammed Shami: 'আমি সবসময়...' অর্জুন জিতেই আগুনে শামি, এবার লিখেই দিলেন যা লেখার
শামির অর্জুন পাওয়ার সেই বিশেষ মুহূর্ত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিসিসিআই (BCCI), কেন্দ্রকে বিশেষ অনুরোধ করেছিল যাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়াসম্মান অর্থাৎ অর্জুনের জন্য় যেন মহম্মদ শামিকে (Mohammed Shami) ভাবা হয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখল কেন্দ্র। জাতীয় দলের তারকা পেসারকে তুলে দেওয়া হয়েছে অর্জুন। তাঁর সঙ্গেই আরও ২৫ ক্রীড়াবিদ পেলেন অর্জুন। ৯ জানুয়ারি জাতীয় ক্রীড়াসম্মান প্রদান (National Sports Awards 2023) করা হয়েছে রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President of India Droupadi Murmu) শামির হাতে তুলে দিয়েছেন এই বিশেষ সম্মান।

আরও পড়ুন: IND vs AFG: ধোনি-কোহলির রেকর্ডে চোখ, ১৪ মাস পর ফিরলেন রোহিত, কী কী করতে পারেন?

শামি জাতীয় সম্মান পেয়ে উচ্ছ্বসিত। তিনি সমাজমাধ্য়মের পাতায় লিখেছেন, 'আজ আমার ভীষণ গর্ব হচ্ছে। আমাকে সম্মানীয় অর্জুন পুরস্কারে ভূষিত করেছেন রাষ্ট্রপতি। এই জায়গায় আসার জন্য় যারা আমাকে সাহায্য় করেছে, আমার ওঠা-পড়ায় পাশে থেকেছে, তাদের সকলকে আমি ধন্য়বাদ জানাতে চাই। আমার কোচ, বিসিসিআই, সতীর্থ, স্টাফ, পরিবার ও অনুরাগীদের অনেক ধন্য়বাদ। আমার কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দেওয়ার জন্য়ও ধন্য়বাদ। আমি সবসময় আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব দেশকে গর্বিত করার জন্য়। আবারও সকলকে অনেক ধন্য়বাদ। অনান্য অর্জুন জয়ীদেরও আমার শুভেচ্ছা।'চলতি বছর পঞ্চাশ ওভারের বিশ্বকাপে বারবার শিরোনামে উঠে এসেছেন শামি। প্রথম চার ম্যাচ তাঁকে খেলায়নি টিম ম্যানেজমেন্ট। কিন্তু ৭ ম্যাচে তিনি একাই ২৪ উইকেট তুলে নেন আগুনে পারফরম্যান্সে। হয়েছেন বিশ্বকাপের সর্বাধিক উইকেট শিকারিও। শামি মারাত্মক লাইন-লেন্থ-সুইং বিপক্ষের কাছে ছিল ত্রাসের বিজ্ঞাপন। শামিকেই সম্মান জানাচ্ছে কেন্দ্র।

কেন্দ্রের মনোনীত ১২ সদস্য়ের কমিটি এবার বেছে নিয়েছে খেল রত্ন ও অর্জুন প্রাপকদের। কমিটির মাথায় ছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএম খালউইলকর। ছিলেন হাফ ডজন প্রাক্তন অ্যাথলিট- হকি খেলোয়াড় ধনরাজ পিল্লাই, প্যাডলার কমলেশ মেহতা, বক্সার অখিল কুমার, মহিল শ্যুটার ও বর্তমান জাতীয় কোচ শুমা শিরুর, ক্রিকেটার অঞ্জুম চোপড়া, ব্য়াডমিন্টন খেলোয়াড় তৃপ্তি মুরগুন্ডে, ভারোত্তলক ফরমান পাশা। সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি  ইতিহাস লিখেছেন। ভারতের প্রথম ব্য়াডমিন্টন জুটি হিসেবে পেলেন মেজর ধ্য়ান চাঁদ খেল রত্ন পুরস্কার।

আরও পড়ুন: Wasim Akram: 'আপনার স্ত্রী তো বেশ...'! শালীনতার সব সীমা পার ভক্তের, ছিঁড়ে খেলেন আক্রম

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.