ATK Mohun Bagan: সরছে এটিকে? মোহনবাগানে ৫ সদস্যের কমিটি, প্রয়োজনে আইনি পরামর্শও!

মোহনবাগানে নয়া ক্রিকেট সচিব হলেন  তন্ময় চট্টোপাধ্যায়। ডিসেম্বরে ক্লাবের বার্ষিক সাধারণ সভা।

Updated By: Nov 1, 2022, 12:23 AM IST
 ATK Mohun Bagan: সরছে এটিকে? মোহনবাগানে ৫ সদস্যের কমিটি, প্রয়োজনে আইনি পরামর্শও!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতিবাদের আঁচ পৌঁছে গিয়েছে খোদ সচিব দেবাশিস দত্তের বাড়ি পর্যন্ত! মোহনবাগানের নাম থেকে কি সরবে 'এটিকে'? পাঁচ সদস্যের কমিটির গঠন করা হল ক্লাবের কর্মসমিতির বৈঠকে। প্রয়োজনে আইনি পরামর্শও নেওয়া হবে। মোহনবাগানের নতুন ক্রিকেট সচিব হলেন তন্ময় চট্টোপাধ্যায়। ১০ ডিসেম্বর হবে বার্ষিক সাধারণ সভা। ২১ এবং ২২ জানুয়ারি ক্লাবের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান।

দেখতে দেখতে ২ বছর পার। মোহনবাগানের নামে আগে এটিকে বসানো হল? সমর্থকের ক্ষোভ কমেনি এখনও। আন্দোলন লেগেই থাকে। ময়দানে ক্লাব তাঁবু, এমনকী সচিব  দেবাশিস দত্তের বাড়ির সামনেও বিক্ষোভ দেখিয়েছেন সমর্থকরা। বস্তুত, কলকাতায় আইএসএলের ডার্বিও বয়কটের ডাক দেওয়া হয়েছিল। এদিন মোহনবাগানে কার্যসমিতির বৈঠকে এ বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। কী সিদ্ধান্ত নেওয়া হল? ঠিক হয়েছে, বিচারপতি অসীম রায়ের সাহায্য নেওয়া হবে। সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে আলোচনা করবেন সচিব দেবাশিস দত্ত। তাঁকে সাহায্য করবেন সহ-সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়, ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়, যুব ফুটবল সচিব মানস ভট্টাচার্য। শুধু তাই নয়, 'রিমুভ এটিকে'-র দাবিতে ক্লাবের সামনে যেভাবে বিক্ষোভ দেখানো হয়েছে, তার তীব্র নিন্দা করেছে মোহনবাগানের কার্যকরী সমিতি।

আরও পড়ুন: Watch | Katrina Kaif | Harbhajan Singh: ভাজ্জির দুসরাও কাজে এল না! ব্যাট হাতে চালিয়ে খেললেন ক্যাট

এদিকে সিএবির অ্যাপেক্স কাউন্সিলের সদস্য হয়েছেন মহেশ টেকরিওয়াল। মোহনবাগানের ক্রিকেট সচিবের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তাঁর বদলে নয়া ক্রিকেট সচিব হলেন তন্ময় চট্টোপাধ্যায়। চলতি বছরের অ্যাকাউন্টস পাস এদিনের কার্যকরী সমিতির বৈঠকে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.