পা ছুঁয়ে প্রণাম ভক্তের, আশীর্বাদ করলেন ধোনি

যেখানে ক্রিকেটার আর কোচিং স্টাফ ছাড়া আর কারও প্রবেশ নিষেধ, সেই ডাগ- আউটে ধোনির কাছে পৌঁছে গেল এক ভক্ত। তারপর যা হল তা এককথায় ছবির মতো। এক কথায় ভক্ত ও ভগবানের মিলন।

Updated By: May 4, 2018, 03:54 PM IST
পা ছুঁয়ে প্রণাম ভক্তের, আশীর্বাদ করলেন ধোনি

নিজস্ব প্রতিবেদন: কলকাতার ইডেনে তখন একই সঙ্গে ঝড়ের ভ্রুকুটি আর আন্দের জোয়ার। প্রথম ইনিংসে খেলা তখন ১১ ওভারে গড়িয়েছে। চেন্নাইয়ের স্কোরবোর্ডে তখন ৯৭ রানে ২ উইকেট। একদল উন্মাদনায় ফুটছে  ২২ গজে ধোনির অপেক্ষায়। আরেক দল ধোনি ঝড়ের ভয়ে থরহরিকম্প। ডাগ-আউটে প্যাড পরছেন মাহি। ইডেনে মাহেন্দ্রক্ষণ আসার আগেই ঘটে গেল অভূতপূর্ব ঘটনা।

আরও পড়ুন- ফাঁস হল চেন্নাইয়ের লাস্যময়ী ভক্তের আসল পরিচয়

যেখানে ক্রিকেটার আর কোচিং স্টাফ ছাড়া আর কারও প্রবেশ নিষেধ, সেই ডাগ- আউটে ধোনির কাছে পৌঁছে গেল এক ভক্ত। তারপর যা হল তা এককথায় ছবির মতো। এক কথায় ভক্ত ও ভগবানের মিলন। 

প্রাক্তন ভারত অধিনায়কের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন  ভক্ত। নিরাশ করলেন না ‘ভগবান’ও। ভক্তকে আশীর্বাদ করলেন মহেন্দ্র সিং ধোনি। এরপরই নিরাপত্তারক্ষীরা আটক করে ওই ধোনি ভক্ত। তবে, এমন ঘটনার সাক্ষী ধোনি এর আগেও থেকেছেন। বিজয় হাজারে ট্রফিতেও ইডেনের মতো পুজো পেয়েছিলেন মাহি। গত বছর ডিসেম্বরে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচেও এমনই ধোনি বন্দনার ছবি দেখেছিল গোটা বিশ্ব।

প্রসঙ্গত, এমন ঘটনার পুনরাবৃত্তি চিন্তায় ফেলেছে ম্যাচ আয়োজকদের। প্রশ্ন উঠেছে তারকা ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও।   

আরও পড়ুন- বিশ্বাস ফেরাতে চান স্টিভ স্মিথ

.