চোট নিয়ে লুকোচুরি, চরম শাস্তি পেলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর

২০১৫-তে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে একাধিকবার চোটে আক্রান্ত হয়েছেন এই বাংলাদেশি জোরে বোলার।

Updated By: Jul 21, 2018, 02:33 PM IST
চোট নিয়ে লুকোচুরি, চরম শাস্তি পেলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর

নিজস্ব প্রতিনিধি : বিদেশের ফ্রাঞ্চাইজি টি-২০ লিগে খেলতে গিয়ে একাধিকবার চোট নিয়ে দেশে ফিরেছেন তিনি। আর সেই চোটের জন্য একাধিকবার দেশের হয়ে নামতে পারেননি তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেকদিন ধরেই তাঁর উপর নজর রেখেছিল। কিন্তু এতদিন তারা কোনও পদক্ষেপ নেয়নি। এবার দেশের প্রথম সারির পেসার মুস্তাফিজুর রহমানের বিদেশের টি-২০ লিগে খেলতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা চাপাল বিসিবি।

আরও পড়ুন-  টুইটে বিরাট-অনুষ্কার প্রেমে ঝড় উঠল!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান বলছেন, ''আগামী দুবছর অন্য কোনও দেশের টি-২০ লিগে খেলতে পারবে না মুস্তাফিজুর। আমরা ওর বিরুদ্ধে হয়তো এতটা কড়া হতাম না। কিন্তু পরিস্থিতি আমাদের বাধ্য করেছে। টি-২০ লিগ থেকে চোট নিয়ে ফেরায় ওকে গুরুত্বপূর্ণ সময় জাতীয় দলের প্রয়োজনে পাওয়া যায় না। বারবার ওর জন্য আমরা রিহ্যাবের ব্যবস্থা করি। ওর আবার টি-২০ লিগে খেলতে গিয়ে চোট নিয়ে ফিরে আসে।''

আরও পড়ুন-  ধোনি কি সত্যিই 'বেস্ট ফিনিশার'? দেখে নিন পরিসংখ্যান

২০১৫-তে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে একাধিকবার চোটে আক্রান্ত হয়েছেন এই বাংলাদেশি জোরে বোলার। সাসেক্সের হয়ে খেলার সময় বছর দুয়েক আগে কাঁধে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। যার জন্য তাঁকে অস্ত্রোপচারও করতে হয়। গত বছর গোড়ালির চোচের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে পারেননি তিনি। ২০১৮ আইপিলে মুম্বই ইন্ডিয়ান্স মুস্তাফিজুরকে নিয়েছিল ২.২ কোটি টাকায়। তার পর সাতটা ম্যাচও খেলেছিলেন তিনি। কিন্তু শেষমেশ পায়ের পাতায় চোটের জন্য টুর্নামেন্টের শেষ পর্যন্ত খেলতে পারেননি।

আরও পড়ুন-  ধূলিসাত্ হতে পারে শ্রীলঙ্কার ঐতিহ্যশালী গল স্টেডিয়াম

ভারতের বিরুদ্ধে নিদাহাস ট্রফিতে শেষবার বাংলাদেশের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর। বিসিবির সভাপতি বলছিলেন, ''মুস্তাফিজুর টেস্ট খেলতে চায় না। ও সেটা সরাসরি মুথে বলে না। কিন্তু টেস্ট খেলার কথা উঠলেই ও বিভিন্ন উপায়ে এড়িয়ে যেতে চায়। তার কারণ ও বেশিরভাগ সময়ই চোট নিয়ে খেলে। টেস্ট খেললে আরও বেশি করে চোট পাওয়ার সম্ভাবনা থাকে। ফলে ওর বিদেশে টি-২০ লিগ খেলায় সমস্যা বাড়তে পারে।''

.