স্ট্রাইকার নবির গোল দেখে বক্সে বসে করিম হাসলেন

মোহনবাগানের জয়ের ধারা চলছেই। আই লিগের পর এবার ঘরোয়া লিগেও সহজ জয় পেল মোহনবাগান। কার্যত রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের মাঠে নামিয়ে মনোরঞ্জন ভট্টাচার্যের পোর্টকে টেক্কা দিলেন মৃদু্ল ব্যানার্জি। সালগাঁওকর ম্যাচে খেলা পাঁচ ফুটবলারকে প্রথম একাদশে রেখেছিলেন মোহনবাগান কোচ। একমাত্র বিদেশি হিসাবে ছিলেন স্ট্যানলি।

Updated By: Nov 20, 2012, 08:53 PM IST

মঙ্গলবার কলকাতা লিগের আপাত গুরুত্বহীন ম্যাচে সবার নজর ছিল কোচ করিমের দিকে। কিন্তু রিজার্ভ বেঞ্চে করিম না বসায় উত্‍সাহ কিছুটা কমল। সেই ম্যাচে মোহনবাগানের পাওনা স্ট্রাইকার রহিম নবির প্রত্যাবর্তন। দীর্ঘদিন পর স্ট্রাইকার হিসাবে নিজেকে খুঁজে পেলেন নবি। নবির করা একমাত্র গোলেই মোহনবাগান জয়ের রাস্তাতেই চলল। আই লিগের পর এবার ঘরোয়া লিগেও সহজ জয় পেল মোহনবাগান। কার্যত রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের মাঠে নামিয়ে মনোরঞ্জন ভট্টাচার্যের পোর্টকে টেক্কা দিলেন মৃদু্ল ব্যানার্জি।
সালগাঁওকর ম্যাচে খেলা পাঁচ ফুটবলারকে প্রথম একাদশে রেখেছিলেন মোহনবাগান কোচ। একমাত্র বিদেশি হিসাবে ছিলেন স্ট্যানলি। দীর্ঘদিন পর স্ট্রাইকারে নবিকে খেলিয়ে চমক দেন মৃদুল ব্যানার্জি। স্ট্রাইকার হিসাবে খেলেই মোহনবাগানকে জয় এনে দিলেন জাতীয় দলের এই ফুটবলার। দলের খেলায় বেশ খুশি মৃদুল। পরপর জয় তারপর করিমের আগমন গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচগুলোর আগে মোহনবাগানের আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করেন তিনি।
 
জয়ের পাশাপাশি মনীশ ভার্গব,ফেলার মত তরুণ ফুটবলারদের দুরন্ত পারফরম্যান্স মোহনবাগানের কাছে বাড়তি পাওনা বলে মনে করেন মৃদুল ব্যানার্জি। ওএনজিসি ম্যাচে আটকে যাওয়ার পরই নবিকে স্ট্রাইকারে খেলার পরিকল্পনা করেছিলেন মৃদুল ব্যানার্জি। কিন্তু সালগাঁওকর ম্যাচে তা বাস্তবায়িত করা সম্ভব হয়নি। মঙ্গলবার যুবভারতীতে সাবেথের সঙ্গে নবিকে আক্রমনে খেলান তিনি। স্ট্রাইকার হিসাবে কেরিয়ার শুরু করা নবি সেই সুযোগ কাজে লাগাতে পেরে খুশি।
ঘরোয়া লিগের ম্যাচে জয় ভুলে আপাতত আই লিগের তিনটে গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচকেই ফোকাস করছেন নবিরা। চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকতে অ্যাওয়ে ম্যাচ থেকে যত বেশি সংখ্যক পয়েন্ট আনতে চাইছে মোহনবাগান। গত একমাস ধরে ওডাফাদের দায়িত্ব সামলানো মৃদুল ব্যানার্জিকেই ছেড়ে দিয়েছিলেন কোচের দায়িত্ব সামলাবার জন্য। তাই ভিভিআইপি বক্সে বসেই মোহনবাগানের খেলা দেখেন করিম। তরুণ ফুটবলারদের খেলা দেখে উচ্ছ্বসিত করিম। বুধবার থেকেই বাঁশি হাতে মোহনবাগান অনুশীলনে নেমে পড়ছেন করিম।

.