দেশে ক্রীড়া প্রতিভা তুলে আনতে বড় ঘোষণা করলেন নরেন্দ্র মোদী
ওয়েব ডেস্ক: কম্পিউটার গেমে মন না দিয়ে মাঠে খেলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার আকাশবাণীকে ‘মন কি বাত’ শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন,”প্লে স্টেশনে ফিফা খেলার চেয়ে মাঠে খেলার মজা আলাদা।” এদিনই ক্রীড়া প্রতিভা তুলে আনতে বড় ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী।
ভারত নবীন রাষ্ট্র। তা খেলার মাঠে প্রতিফলিত হওয়া উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,”দেশের যুব প্রজন্মকে এগিয়ে আসতে হবে। প্লে স্টেশনে খেলার চেয়ে মাঠে খেলা বেশি গুরুত্বপূর্ণ। কম্পিউটারে ফিফা খেলো। তবে মাঠেও ফুটবলের স্কিল দেখাও।”
প্রধানমন্ত্রীর ঘোষণা, দেশের মধ্যে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে স্পোর্টস ট্যালেন্ট সার্চ পোর্টাল আনছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। মোদী আরও বলেন, ”যে কেউ নিজের খেলার ভিডিও ও বায়োডেটা আপলোড করতে পারবে। প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে প্রশিক্ষণের ব্যবস্থা করবে ক্রীড়ামন্ত্রক। আগামীকালই নতুন পোর্টালটি সূচনা হচ্ছে।” প্রধানমন্ত্রীর ঘোষণার পর কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সচিন তেন্ডুলকর।
Excited to hear about the launch of a sports talent search portal on #MannKiBaat which will enable discovery of India's finest sports talent https://t.co/nYJI2L8Spz
— sachin tendulkar (@sachin_rt) August 27, 2017
আসন্ন অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের প্রসঙ্গ টেনে দেশে খেলার পরিবেশ গড়ে তোলার আহ্বান করেছেন নরেন্দ্র মোদী।
আরও পড়ুন, বিজেপি বিরোধী সভায় ভিড় দেখাতে ভুয়ো ছবি পোস্ট লালুপ্রসাদের