১৫০ ফুটের ক্যাচ নিয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাসের হুসেন (দেখুন ভিডিও)

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা ব্যাটসম্যান নাসের হুসেন। ৪৯ মিটার বা ১৫০ ফুট উঁচুতে ওঠা একটা ক্যাচ লুফে নাসের এক উচ্চতম ক্যাচ লোফার বিষয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিলেন। বারো বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটের পাঠ চুকিয়ে এখন চুটিয়ে কমেন্ট্রি করা নাসেরের এই রেকর্ড গড়লেন লর্ডসে এক প্রতিযোগিতায়। (নিচে দেখুন সেই ভিডিও)

Updated By: Jul 6, 2016, 03:04 PM IST
১৫০ ফুটের ক্যাচ নিয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাসের হুসেন (দেখুন ভিডিও)

ওয়েব ডেস্ক: ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা ব্যাটসম্যান নাসের হুসেন। ৪৯ মিটার বা ১৫০ ফুট উঁচুতে ওঠা একটা ক্যাচ লুফে নাসের এক উচ্চতম ক্যাচ লোফার বিষয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিলেন। বারো বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটের পাঠ চুকিয়ে এখন চুটিয়ে কমেন্ট্রি করা নাসেরের এই রেকর্ড গড়লেন লর্ডসে এক প্রতিযোগিতায়। (নিচে দেখুন সেই ভিডিও)

পড়ুন গিনেস বুকে নাম তোলার লক্ষ্যে ৫০ কেজি ওজনের সাড়ে ৩ মিটার লম্বা হুঁকো!

আগামী ১৪ জুলাই থেতে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের আগে এই বিশেষ প্রতিযোগিতার আয়োজন হয়েছিল। সেই চ্যালেঞ্জে বলা হয় নাসের হুসেন কত উঁচুতে ওঠা ক্যাচ লুফতে পারেন। দ্রোনের মাধ্যমে বলটাকে একটা নির্দিষ্ট জায়গার ওপর থেকে ফেলে দেওয়া হচ্ছিল, তারপর সেই নির্দিষ্ট জায়গা থেকে বলকে লুফতে হচ্ছিল নাসেরকে। নাসেরের হাতে ছিল কিপিং গ্লাভস। ইংল্যান্ডের হয়ে ৯৬টি টেস্ট খেলা নাসের প্রথমে ৩২ মিটার উঁচুতে ওঠা ক্যাচ মিস করেন। তারপরের প্রচেষ্টায় নাসের ওই একই উচ্চতায় ওঠা ক্যাচ তালুবন্দি করেন। তখনই নাসের চ্যালেঞ্জ জিতে নিয়েছিলেন। (নিচে দেখুন সেই ভিডিও)

পড়ুন ধোনির ব্যাটকে যে বিতর্কিত বিষয়ে মাপদণ্ড করছেন পন্টিং

কিন্তু নাসের চেয়েছিলেন আরও উঁচুতে ওঠা ক্যাচ তিনি লুফতে পারবেন। ফের ড্রোন উড়ে চলল বল নিয়ে। এবার দূরত্বের কাটায় বল থেকে মাটির উচ্চতা দাঁড়াল ৪৯ মিটার বা ১৫০ ফুট। লর্ডসে তখন খুব হাওয়া দিচ্ছে। নাসের নিজেকে স্থির রাখলেন। নিজের যাবতীয় অভিজ্ঞতা কাজে লাগালেন। ক্রিকেটে ক্যাচিংয়ের সব বেসিক মেনে লুফে নিলেন সবচেয়ে উঁচু ক্যাচ। যাকে বিশ্ব রেকর্ডের স্বীকৃতি দিল গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস।

দেখে নিন সেই রেকর্ড তৈরি করা নাসেরের ক্যাচ

 

.