এবার বোর্ডের কাছে নিজেদের মাইনে দ্বিগুন করার দাবি জানালেন নির্বাচকরা

Updated By: Aug 5, 2017, 10:08 AM IST
এবার বোর্ডের কাছে নিজেদের মাইনে দ্বিগুন করার দাবি জানালেন নির্বাচকরা

ওয়েব ডেস্ক: কোচের পদ থেকে পদত্যাগ করার আগে বিসিসিআইয়ের সঙ্গে টাকা নিয়ে আলোচনায় বসেছিলেন অনিল কুম্বলেও। এবার ক্রিকেটার কিংবা কোচ নন,বিসিসিআইয়ের কাছে টাকা বাড়ানোর দাবি জানাল ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটি। আগের বার বোর্ড, কোহলিদের টাকা বাড়ানোর পর, রঞ্জি ট্রফিতে খেলা ক্রিকেটাররাও টাকা বাড়ানোর দাবি তোলেন। বিসিসিআই সেই দাবি মেনে নিয়ে রঞ্জিতে খেলা ক্রিকেটারদেরও টাকা বাড়ানোর চিন্তাভাবনা শুরু করেছে।

আরও পড়ুন বোল্টকে ক্রিকেট খেলার আমন্ত্রণ ভারত অধিনায়ক বিরাটের

এরকম পরিস্থিতির মধ্যে জাতীয় নির্বাচকরাও তাঁদের মাইনে দ্বিগুণ করার দাবি জানালেন বোর্ডের কাছে। এই মূহুর্তে একজন সিনিয়র নির্বাচক বছরে ৬০ লাখ টাকা পান। কিন্তু নির্বাচক কমিটির প্রধান, এমএসকে প্রসাদদের দাবি, এবার সেই টাকা বাড়িয়ে ১ কোটি ২০ লাখ টাকা করতে হবে। বিসিসিআই অবশ্য তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশের বেশি টাকা বাড়াতে রাজি নয়। এখন দেখার, শেষপর্যন্ত কী হয়।

আরও পড়ুন  রিয়াল ছাড়ার হুমকি গ্যারেথ বেলের!

.