WATCH | Neeraj Chopra: স্রেফ এক থ্রো; হাতে অলিম্পিক্সের টিকিট! পা বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে

Neeraj Chopra Enters World Championships Final, Qualifies for Paris Olympics: নীরজ...নীরজ...নীরজ! শব্দব্রহ্ম থামছে না। দেশের শ্রেষ্ঠ অ্যাথলিট এক থ্রোয়ে জোড়া বর্শামঙ্গল লিখলেন। চমকে দিলেন ৮৮.৭৭ মিটার ছুড়ে।

Updated By: Aug 25, 2023, 03:28 PM IST
WATCH | Neeraj Chopra: স্রেফ এক থ্রো; হাতে অলিম্পিক্সের টিকিট! পা বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে
নীরজ চোপড়া কামাল করলেন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপ্রতিরোধ্য নীরজ চোপড়া (Neeraj Chopra)! কে থামাবে দেশের 'সোনার ছেলে ' কে! বাংলায় প্রবাদ আছে এ এক ঢিলে দুই পাখি মারার। এবার নীরজ স্রেফ এক থ্রোয়ে পা রাখলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে (World Championships Final 2023), হাতে পেলেন প্যারিস অলিম্পিক্সের ( Paris Olympics 2024) টিকিট। শুক্রবার দুপুরে হাঙ্গেরির বুডাপেস্টে নীরজ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের যোগ্য়তা অর্জন পর্বে ট্র্যাকে নেমেছিলেন। প্রথম থ্রোয়েই লিখে ফেলেলন বর্শামঙ্গল। তাঁর জ্যাভলিন ৮৮.৭৭ মিটারের দূরত্ব অতিক্রম করে ফেলল। যেন লঞ্চপ্য়াড থেকে ধেয়ে এল মিসাইল। আর এতেই তিনি করে ফেললেন বাজিমাত। ফের দেশবাসীর স্বপ্ন দেখা শুরু।

আরও পড়ুন: 'সোনার ছেলে' এখন বিশ্বের এক নম্বর!

নীরজ এদিন বুডাপেস্টের ন্যাশনাল অ্যাথলেটিক্স সেন্টারে, গ্রুপ এ-র ১৮ তম সদস্য হিসেবে জ্যাভলিন ছুড়েছিলেন। এদিন তাঁর ৮৮.৭৭ মিটারের থ্রো, এই মরসুমের সেরা পারফরম্যান্স। ২৭ জন জ্যাভলিন থ্রোয়ারকে গ্রুপ এ ও গ্রুপ বি-তে ভাগ করা হয়েছিল। যাঁরা বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতা অর্জনের জন্য় নেমেছিলেন এদিন। ফাইনালের টিকিট সংরক্ষণ করার জন্য় কোয়াইলিফাইং মার্ক ছিল ৮৩.০০ মিটার। নীরজ হেসে খেলে তার চেয়ে বহু দূর জ্যাভলিন পাঠিয়েছেন। আগামী রবিবার তিনি খেতাবি যুদ্ধে নামবেন। তাঁকে লড়তে হবে আরও ১১ জন অ্যাথলিটের সঙ্গে।

অভিনব বিন্দ্রা ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে সোনা পান। ১২ বছর পর ফের নীরজ সেই নজির গড়েছেন ২০২০ টোকিও অলিম্পিক্সে। ব্যক্তিগত দক্ষতায় 'বর্শা'মঙ্গলে দেশকে দিয়েছিলেন সোনা। সেই টোকিয়ো থেকে নীরজের অশ্বমেধের ঘোড়া ছুটেই চলেছে। টোকিও অলিম্পিক্সের ঠিক ১০ মাস পর নীরজ ফিরেছিলেন ট্র্য়াকে। প্রত্যাবর্তনেই গর্জন করেছিল নীরজের বর্শা। পানিপথের বছর চব্বিশের অ্যাথলিট ট্র্যাকে ফিরেই ইতিহাস লিখেছিলেন। নিজের রেকর্ড নিজেই ভেঙেছিলেন তিনি। 

ফিনল্যান্ডে আয়োজিত পাভো নুরমি গেমসে ৮৯.৩০ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে ছিললেন নীরজ। নীরজ এর আগে ৮৮.০৭ মিটার জ্যাভলিন ছুড়ে জাতীয় রেকর্ড করেছিলেন। ২০২১ সালে পাটিয়ালায় এই রেকর্ড করেন তিনি। সেই রেকর্ডই ভাঙেন তিনি। এরপর কুঁচকির চোটের জন্য বার্মিংহ্যামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন নীরজ। মার্কিন মুলুকে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতে নীরজ বলেছিলেন, 'চতুর্থ থ্রোয়ের পর আমি থাইয়ে অস্বাচ্ছন্দ্য বোধ করি। যতটা জোর দিয়ে ছুড়তে চেয়েছিলাম, সেটা করতে পারিনি।' অঞ্জু ববি জর্জের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশকে দ্বিতীয় পদক এনে দিয়েছিলেন নীরজ।
 
এরপর গতবছর সেপ্টেম্বরে নীরজ বুঝিয়ে দিয়েছিলেন যে, তিনি আন্তর্জাতিক ইভেন্টে নামবেন এবং ইতিহাস লিখবেন। এই অসাধ্য সাধনকেই নিজের রুটিন বানিয়ে ফেলেছেন। সুইজারল্যান্ডের জুরিখে প্রথম ভারতীয় হিসাবে ডায়মন্ড লিগ ফাইনাল খেতাব জিতেছিলেন নক্ষত্র অ্যাথলিট। জুরিখের লেটজিগ্রান্ড স্টেডিয়ামে নীরজ শুরুটা ফাউল দিয়ে করেছিলেন ঠিকই, কিন্তু দ্বিতীয় প্রচেষ্টায় নীরজ তাঁর বর্শা পাঠান ৮৮.৪৪ মিটার দূরে (কেরিয়ারের চতুর্থ সেরা প্রয়াস)। এই থ্রোই নীরজকে এনে দেয় স্বপ্নের খেতাব। এরপরের চারটি প্রয়াসে নীরজ তাঁর জ্যাভলিন যথাক্রমে ৮৮.০০ মিটার, ৮৬.১১ মিটার, ৮৭.০০ মিটার ও ৮৩.৬০ মিটার দূরত্বে ছোড়েন। ডায়মন্ড লিগ ফাইনালে অলিম্পিক্স রুপো জয়ী চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেজ ৮৬.৯৪ মিটার ছুড়ে দ্বিতীয় হয়েছেন ও জার্মানির জুলিয়ান ওয়েবার তৃতীয় হয়েছেন ৮৩.৭৩ মিটার ছুড়ে। চলতি বছর নীরজ দোহাতে ডায়মন্ড লিগ মিটিং জিতে মরসুম শুরু করেন। ৮৮.৬৭ মিটার জ্যাভলিন ছুড়েছিলেন নীরজ।

 

আরও পড়ুন: Chandrayaan-3: চাঁদে ক্রিকেট! শুনেছেন কি? তিন স্পিনার, এক পেসার নিয়ে চললেন জাফর

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.