Neeraj Chopra: চোট সারিয়ে ডায়মন্ড লিগে নামছেন 'সোনার ছেলে' নীরজ, কবে-কোথায় দেখবেন মেগা ম্যাচ?

গত বছর ৫ মে দোহা ডায়মন্ড লিগে অংশ নিয়েছিলেন নীরজ। সেই মিটে ৮৮.৬৭ মিটার ছুঁড়েছিলেন 'সোনার ছেলে'। এরপর থেকে চোটের জন্য আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারেননি টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী ভারতীয় অ্যাথলিট। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jun 30, 2023, 03:43 PM IST
Neeraj Chopra: চোট সারিয়ে ডায়মন্ড লিগে নামছেন 'সোনার ছেলে' নীরজ, কবে-কোথায় দেখবেন মেগা ম্যাচ?
গত বছর ডায়মন্ড লিগ জেতার পর নীরজ চোপড়া। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে আর মাত্র কয়েকটা ঘণ্টা। চোট সারিয়ে শুক্রবার অর্থাৎ ৩০ জুনের রাতে ফের একবার ডায়মন্ড লিগে নামছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। পেশিতে চোট ছিল নীরজের। সেই চোট সারিয়ে আবার ফিরছেন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী অ্যাথলিট।

গত বছর ৫ মে দোহা ডায়মন্ড লিগে অংশ নিয়েছিলেন নীরজ। সেই মিটে ৮৮.৬৭ মিটার ছুঁড়েছিলেন 'সোনার ছেলে'। এরপর থেকে চোটের জন্য আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারেননি টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী ভারতীয় অ্যাথলিট। গত এক মাসের বেশি সময় ধরে চোটে ভুগছিলেন নীরজ। তবে সেই ধাক্কা কাটিয়ে আবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই ট্র্যাকে নামবেন এই জ্যাভলিন থ্রোয়ার। 

গত মাসেই টুইটারে নীরজ লিখেছিলেন, ট্রেনিং চলাকালীন পেশিতে চোট পেয়েছিলেন তিনি। চোটের জন্য নেদারল্যান্ডসে (৪ জুন) অনুষ্ঠিত প্রতিযোগিতায় এবং ফিনল্যান্ডের পাভো নুরমি (১৩ জুন) প্রতিযোগিতায় নামেননি নীরজ। তবে এবার ডায়মন্ড লিগে অংশ নিয়ে আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামতে চাইছেন এই তারকা অ্যাথলিট। আগামী ১৯ অগাস্ট থেকে ২৭ পর্যন্ত বুদাপেস্টে চলবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। নীরজ সেই টুর্নামেন্ট এবং এশিয়ান গেমসকে পাখির চোখ করছেন ।

আরও পড়ুন: Sourav Ganguly: ১৮ মাস পর দলেই রাহানে সহ অধিনায়ক! প্রশ্ন তুলে দিলেন সৌরভ

আরও পড়ুন: Virat Kohli and Rohit Sharma, ICC ODI World Cup 2023: এটাই কি বিরাট-রোহিতের শেষ বিশ্বকাপ? জবাব দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

ডায়মন্ড লিগ লুসানে নীরজের জ্যাভলিন থ্রো ইভেন্ট কখন এবং কোথায় অনুষ্ঠিত হবে?

ডায়মন্ড লিগ লুসানে নীরজ চোপড়ার জ্যাভলিন থ্রো ইভেন্টটি ৩০ শে জুন, শুক্রবার সুইৎজারল্যান্ডের লুসানে অনুষ্ঠিত হবে। 

ডায়ামন লিগ লুসানে নীরজের জ্যাভলিন থ্রো ইভেন্ট কখন শুরু হবে?

ডায়মন্ড লিগ লুসানে নীরজের জ্যাভলিন থ্রো ইভেন্টটি স্থানীয় সময় রাত ৮টা থেকে শুরু হবে। ভারতীয় সময় ১১:৩০ মিনিট থেকে শুরু  হবে। 

ডায়ামন্ড লিগে নীরজের জ্যাভলিন থ্রো-র ইভেন্ট কোথায় দেখা যাবে? 

ডায়মন্ড লিগ লুসানে নীরজের জ্যাভলিন থ্রো ইভেন্টটি ভারতের স্পোর্টস ১৮ নেটওয়ার্কে সম্প্রচারিত হবে। ভারতে লাইভ স্ট্রিমিংয়ের জন্য জিও সিনেমা অ্যাপে দেখা যেতে পারে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.