WATCH | Neeraj Chopra: বৈরিতা মুছে বন্ধুতা! নীরজের তেরঙা আশ্রয় পাক প্রতিদ্বন্দ্বীকে, হৃদয় গলল দুই দেশের

Neeraj Chopras Gesture For Pakistans Arshad Nadeem Wins Hearts: নীরজ চোপড়া পাক প্রতিদ্বন্দ্বীর জন্য যা করলেন, তা দেখে দুই দেশের ফ্যানদের হৃদয় গলে গেল। দুই প্রতিদ্বন্দ্বীর একে-অপরের প্রতি সৌহার্দ্যবোধ ফের একবার ফুটে উঠল।  

Updated By: Aug 28, 2023, 02:46 PM IST
WATCH | Neeraj Chopra: বৈরিতা মুছে বন্ধুতা! নীরজের তেরঙা আশ্রয় পাক প্রতিদ্বন্দ্বীকে, হৃদয় গলল দুই দেশের
নীরজ-আরশাদের মুহূর্ত যাপন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championships Finals) সোনা জেতার ইতিহাস লিখেছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। গর্বে ফের বুক ভরে গিয়েছে দেশের। নীরজের এই জয় ছিল ভারত-পাক মহারণও। কারণ কমনওয়েলথের সোনা জয়ী পাক জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম (Arshad Nadeem) ছিলেন লড়াইয়ে। 

আরশাদ ফাইনালে ৮৭.৮২ মিটার ছুঁড়েছিলেন তাঁর বর্শা। নীরজ শেষ হাসি হেসছেন ৮৮.৭৭ মিটার দূরে তাঁর জ্যাভলিনকে পাঠিয়ে।  মরসুমের সেরা থ্রো করে  বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছেন আরশাদ। ব্রোঞ্জ এসেছে চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেজের (৮৬.৬৭ মিটার)। নীরজ সোনা জেতার পর আরশাদকে ডেকে নেন ফটোসেশনের জন্য়। পাক প্রতিদ্বন্দ্বীকে দিলেন তেরঙা আশ্রয়। নীরজের এই আচরণ হৃদয় জিতে নিয়েছে দুই দেশের! বৈরিতা ভুলে বন্ধতার দৃষ্টান্তে নীরজ জিতে নিয়েছেন হৃদয়।

আরও পড়ুন: WATCH | Neeraj Chopra: 'রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান'! আপনাকেই নীরজ দিলেন এই বার্তা

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন পর্বে, আরশাদ ছিলেন ঠিক নীরজের পিছনেই। তাঁর জ্যাভলিন ৮৬.৭৯ মিটার দূরত্ব স্পর্শ করেছিল। নীরজ-আরশাদের, একে অপরের প্রতি অসীম শ্রদ্ধা। পাক প্রতিদ্বন্দ্বীর অনুপ্রেরণাই নীরজ। বলা যেতে পারে নীরজ তাঁর গুরুও। ফাইনালের আগে ওয়াঘার ওপারের দেশের প্রতিদ্বন্দ্বী নীরজের জন্য বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, 'বেস্ট অফ লাক নীরজ ভাই। তুমিও ফাইনালে ভালো করো। আমিও ভালো করি। তোমার নাম সারা বিশ্ব জানে। আমার নামও বিশ্ব জানুক।'

সোনা জেতার পর নীরজ বলেন, 'আমি সাধারণত প্রতিযোগিতার আগে আমার মোবাইল ব্য়বহার করি না। কিন্তু আজ আমি একবার দেখেছিলাম। প্রথমেই আসে ভারত-পাকিস্তানের প্রসঙ্গ। দেখে ভালো লেগেছিল। আরশাদ ভালো ছুড়েছে। আমরা এটাই আলোচনা করছিলাম যে, আমাদের দুই দেশই এখন উন্নতি করছে জ্যাভলিনে। আগে ইউরোপিয়ান অ্যাথলিটদের ছিল এই খেলা। এখন আমরা সেই জায়গায় চলে এসেছি।' নীরজ-আরশাদের দুরন্ত মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন: WATCH | Neeraj Chopra: বুদাপেস্টে নীরজের বর্শামঙ্গলে ইতিহাস! দেশের 'সোনার ছেলে' এখন বিশ্বচ্যাম্পিয়ন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.