বিশ্বের কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে হাফ-সেঞ্চুরি করলেন নেপালের রোহিত

১৬ বছর ১৪৬ দিনে আন্তর্জাতিক ক্রিকেটে হাফ সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকর এবং শাহিদ আফ্রিদিকে ছাপিয়ে গেলেন তিনি।

Updated By: Jan 26, 2019, 05:05 PM IST
বিশ্বের কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে হাফ-সেঞ্চুরি করলেন নেপালের রোহিত

নিজস্ব প্রতিবেদন :  শনিবার দুবাইয়ে এক ঢিলে দুই পাখি মারলেন নেপালের রোহিত পুদেল। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে মাত্র ৫৫ রান করতেই সচিন তেন্ডুলকর এবং শাহিদ আফ্রিদিকে ছাপিয়ে গেলেন। বিশ্বের কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে হাফ-সেঞ্চুরি করার নজির গড়লেন রোহিত।

শনিবার দুবাইয়ে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নেপালের রোহিত পুদেল ৫৮ বলে ৫৫ রান করেন। ১৬ বছর ১৪৬ দিনে আন্তর্জাতিক ক্রিকেটে হাফ সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকর এবং শাহিদ আফ্রিদিকে ছাপিয়ে গেলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সচিন তেন্ডুলকর ১৬ বছর ২১৩ দিন বয়সে প্রথম হাফ সেঞ্চুরি করেন। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে। আর একদিনের ক্রিকেটে পাকিস্তানের শাহিদ আফ্রিদি অভিষেক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৭ বলে শতরান করেন। ১৬ বছর ২১৭ দিনে সেই নজির গড়েছিলেন আফ্রিদি।

আরও পড়ুন -  প্রজাতন্ত্র দিবসে বে ওভালে তেরঙ্গা ওড়ালেন বিরাটরা, দ্বিতীয় একদিনের ম্যাচে কিউইদের ৯০ রানে হারাল

শনিবার আফ্রিদি এবং সচিন দুজনকেই ছাপিয়ে গেলেন নেপালের যুবক রোহিত পুদেল। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে পাপুয়া নিউগিনির বিরুদ্ধে জয়ের পরই নেপাল আইসিসি-র ওডিআই স্ট্যাটাস পায় তখনও ক্রিজে ছিলেন সেই রোহিত পুদেল। ২০১৬ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের কমলেশ নাগরকোটির পাঁচ বলে ২৪ রান নিয়েছিলেন এই রোহিতই।   

.