পাল্টে গেল বিশ্বকাপের বল

টেলস্টার ১৮-র বদলে নতুন বল।

Updated By: Jun 27, 2018, 04:04 PM IST
পাল্টে গেল বিশ্বকাপের বল

নিজস্ব প্রতিনিধি : পাল্টে গেল বল। রাশিয়া বিশ্বকাপের নক-আউট পর্ব থেকে খেলা হবে নতুন বলে। যার পোশাকি নাম টেলস্টার মেকটা। 

আরও পড়ুন-  'পল' এর ধারে-কাছেও নেই আর্চিলিস

রাশিয়া বিশ্বকাপের বল টেলস্টার ১৮-এর পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যে ফুটবলারদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অনেক গোলকিপার দাবি করেছেন, টেলস্টার-এর বাইরে প্লাস্টিকের ফিল্ম থাকায় বল তালুবন্দি করতে অসুবিধা হচ্ছে। যদিও ফুটবলারদের এই অসন্তোষই যে বল পাল্টানোর কারণ, তা মানছে না ফিফা। তাদের দাবি, নক-আউট পর্বকে আরও রোমাঞ্চকর করার জন্যই এই পদক্ষেপ। তবে এসবের মাঝেও বিশ্বকাপের বল নিয়ে সাধারণ ফুটবলপ্রেমীদের মধ্যে উত্সাহের শেষ নেই। টেলস্টার ১৮-র সঙ্গে টেলস্টার মেকটা-র মূল পার্থক্য রঙে। মেকটায় লাল রঙের ডিজাইন রয়েছে। রাশিয়ান অভিধানে মেকটা শব্দের অর্থ স্বপ্ন বা লক্ষ্য।

আরও পড়ুন- কখনও ঘুমোলেন, কখনও নাচলেন! মারাদোনা সব করলেন অসহ্য যন্ত্রণা নিয়ে

বল প্রস্তুতকারক সংস্থা জানাচ্ছে, টেলস্টার ১৮-র সঙ্গে এই মেকটার গুণগত মানে কোনও ফারাক নেই। ৩০ জুন আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচে টেলস্টার মেকটা আত্মপ্রকাশ করবে। ওইদিনই পর্তুগাল বনাম উরুগুয়ে ম্যাচও রয়েছে। 

.