বিশ্বকাপের পর জনপ্রিয়তা নেই নেমারের, বলছে সমীক্ষা

 সোশ্যাল সাইটে নেমারকে নিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন পোস্ট নিয়ে গবেষণা চালিয়েছে ইংল্যান্ডের এক সংস্থা।

Updated By: Jul 26, 2018, 04:53 PM IST
বিশ্বকাপের পর জনপ্রিয়তা নেই নেমারের, বলছে সমীক্ষা

নিজস্ব প্রতিনিধি : মেসি-রোনাল্ডো-নেমার। বরাবর এই সুর মেনেই উচ্চারিত হয়েছে বিশ্ব ফুটবলের ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বরের নাম। কিন্তু এবার যা পরিস্থিতি তাতে মেসি ও রোনাল্ডোর সঙ্গে এক সুরে নেমারের নাম উচ্চারিত নাও হতে পারে। রাশিয়া বিশ্বকাপের পর ফুটবলার নেমারের ইমেজ ভয়ানক ধাক্কা খেয়েছে।

আরও পড়ুন-  সালহাদের ড্রেসিংরুমে আচমকা জেমস বন্ডের 'হানা'
 

রাশিয়া বিশ্বকাপে তাঁর প্লে-অ্যাক্টিং নিয়ে প্রবল সমালোচনা হয়েছে চারপাশে। নেমারের পারফরম্যান্স নিয়ে সেই তুলনায় আলোচনা নেই। মাঠে নেমারের ডাইভ নিয়ে অনেকে সরব হয়েছেন। সেটাই তাঁর জনপ্রিয়তায় প্রভাব ফেলেছে। তার উপর মরশুমের অর্ধেক সময় চোটের কারণে খেলতে পারেননি। তাই জন্য ফিফার বর্ষসেরা ফুটবলারের তালিকা থেকেও তাঁকে বাদ পড়তে হয়েছে। সোশ্যাল সাইটে নেমারকে নিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন পোস্ট নিয়ে গবেষণা চালিয়েছে ইংল্যান্ডের এক সংস্থা ক্যান্টর স্পোর্টস। তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

আরও পড়ুন-  কাতার বিশ্বকাপ পর্যন্ত নেমারদের কোচ থাকছেন তিতে

বিশ্বকাপ শুরুর দুসপ্তাহ আগে অর্থাত্ ১ জুন থেকে বিশ্বকাপ শেষ হওয়ার তিন দিন পর অর্থাত্ ১৮ জুলাই পর্যন্ত সময়টাকে গবেষণার জন্য বেছে নিয়েছিল ক্যান্টর স্পোর্টস। এই সময় তাঁরা নেইমারকে নিয়ে সব ধরনের পোস্ট পর্যালোচনা করেছে। সুইজারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলেছে ব্রাজিল। এই ম্যাচের আগে নেইমারকে নিয়ে মাত্র ২৮ শতাংশ নেতিবাচক পোস্ট ছিল। কিন্তু প্রথম ম্যাচের পরই সেটা বেড়ে দাঁড়ায় ৬১ শতাংশে। শেষ আটে ব্রাজিল ছিটকে গেলে নেইমারকে নিয়ে নেতিবাচক পোস্টের হার ছিল সর্বোচ্চ ৬৮ শতাংশ।

আরও পড়ুন-  রোনাল্ডোর বয়স নাকি ২০, জুভেন্তাসের মেডিক্যাল রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

বিশ্বকাপে নেইমার মাঠে নামার আগে তাঁকে নিয়ে ৫১ শতাংশ পোস্ট ছিল নিরপেক্ষ। প্রশংসা করে ২১ শতাংশ পোস্ট হয়েছে। কিন্তু কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে যাওয়ার পর নেইমারের প্রশংসাসূচক পোস্ট নেমে এসেছে তলানিতে মাত্র ১ শতাংশে।  এই গবেষণা আরও দাবি করছে, নেইমারকে নিয়ে প্রতি ১০০ পোস্টের মধ্যে গড়ে মাত্র ১টি ছিল ইতিবাচক। আশ্চর্যের ব্যাপার, সোশ্যাল সাইটে নেইমারকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে তাঁর জন্মভূমি ব্রাজিলে! 

Tags:
.