রোনাল্ডো নেই, রিয়ালের ম্যাচে মাঠে লোকও নেই!
চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন রিয়ালের ম্যাচে গত দশ বছরে এত কম দর্শক হয়নি।
নিজস্ব প্রতিবেদন : জয় দিয়েই লা লিগায় অভিযান শুরু করল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে গেটাফেকে ২-০ গোলে হারাল বেল-বেঞ্জেমারা। কিন্তু, রোনাল্ডোহীন রিয়ালের ম্যাচে স্যান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে অর্ধেকও ভরল না।
আরও পড়ুন - প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচেই হারল মোরিনহোর ম্যান ইউ
কোনও কোনও ব্যক্তি থাকেন, যাঁরা একক দক্ষতায় দলের থেকেও বড় হয় ওঠেন। তখনই হয়তো তাঁদের মহাতারকা বলা হয়। তেমনই কিছুটা যেন দেখা গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডা আর রিয়াল মাদ্রিদের সঙ্গে। রবিবার রোনাল্ডোহীন রিয়ালের ম্যাচে স্টেডিয়াম অর্ধেকও ভরল না। লা লিগায় প্রথম ম্যাচে রিয়ালের ঘরের মাঠ স্যান্তিয়াগো বার্নাব্যুতে চোখে পড়ার মত দর্শক কম হল। রবিবার গেটাফের বিরুদ্ধে ম্যাচটাই ছিল লা লিগায় রোনাল্ডোহীন রিয়াল মাদ্রিদ জমানার শুরু। রোনাল্ডোকে ছাড়া ২-০ গোলে জিতলেও, চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন রিয়ালের ম্যাচে গত দশ বছরে এত কম দর্শক হয়নি। রবিবার সবচয়ে কম দর্শক হল স্যান্তিয়াগো বার্নাব্যুতে। শেষবার রিয়ালের ম্যাচে এত কম লোক হয়েছিল ২০০৮-০৯ মরশুমে। সেই সময় অবশ্য টানা পাঁচ ম্যাচ হারায় গুরুত্বহীন শেষ খেলায় দর্শকরা সেভাবে মাঠে আসেননি। সেবারই এল ক্লাসিকোয় বার্সেলোনার কাছে ৬-২ গোলে হারে রিয়াল মাদ্রিদ। পররে বছরেই ওল্ড ট্র্যাফোর্ড থেকে রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে মাদ্রিদে নিয়ে আসেন রিয়াল কর্তারা। কিন্তু এবার চ্যাম্পিয়ন লিগ জেতার তকমা নিয়ে মাঠে নেমেও দর্শক হল না। ন বছর পর রোনাল্ডোর রিয়াল ছাড়াটা যে সমর্থকরা মন থেকে মেনে নিতে পারেননি, তারই স্পষ্ট প্রমাণ মিলল।
#RMLiga pic.twitter.com/uob7JZZeVY
— Real Madrid C.F. (@realmadrid) August 19, 2018
রোনাল্ডো ও কোচ জিদানহীন রিয়াল মাদ্রিদ লা লিগায় প্রথম ম্যাচে অবশ্য ভালই খেলল। ১৯৮৪ সালের পর থেকে ঘরের মাঠে লা লিগার প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদ কখনও হারেনি৷ সুপার কাপে অ্যাটলেটিকো ডি মাদ্রিদের কাছে হারের পরও অবশ্য সেই ধারা বজায় রাখলেন গ্যারেথ বেলরা। ২০ মিনিটে কারভাহালের গোলে এগিয়ে যায় রিয়াল। ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন গ্যারেথ বেল।
Victoria en nuestro estreno liguero y tres primeros puntos en el campeonato nacional. #RMLiga | #HalaMadrid pic.twitter.com/o6ayxYISSC
— Real Madrid C.F. (@realmadrid) August 19, 2018
শুধু রিয়াল মাদ্রিদ নয়, রোনাল্ডো না থাকায় লা লিগারও আকর্ষণ যে কমেছে সেটা ভাল মতোই বোঝা যাচ্ছে । রোনাল্ডা ছাড়া রিয়াল মাদ্রিদের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলে, সেটা অবশ্য বোঝা যাবে আগামী দিনে।