ডোপ টেস্টে ধরা পড়ার পর নরসিংহ যাদব কী বলছেন?
রিও-র ছাড়পত্র পাওয়া নিয়ে নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে নরসিংহ যাদবকে। যোগ্যতা মাফকাঠিতে উর্ত্তীণ হওয়া সত্ত্বে আদালতের রায়ে অলিম্পিকে দেশের জার্সি গায়ে দেওয়ার সুযোগ হয়েছে তার । তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। সবকিছুকে স্ট্রেট ড্রাইভে উড়িয়ে দিলেও ডোপ করার অভিযোগে কার্যত হতাশ নরসিংহ যাদব।
ওয়েব ডেস্ক: রিও-র ছাড়পত্র পাওয়া নিয়ে নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে নরসিংহ যাদবকে। যোগ্যতা মাফকাঠিতে উর্ত্তীণ হওয়া সত্ত্বে আদালতের রায়ে অলিম্পিকে দেশের জার্সি গায়ে দেওয়ার সুযোগ হয়েছে তার । তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। সবকিছুকে স্ট্রেট ড্রাইভে উড়িয়ে দিলেও ডোপ করার অভিযোগে কার্যত হতাশ নরসিংহ যাদব।
আরও পড়ুন প্রথম টেস্টে নিজের দুর্দান্ত পারফরম্যান্সের ক্রেডিট কাকে দিলেন ঋদ্ধিমান সাহা?
তাই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানালেন নরসিংহ যাদব। নিজেকে নির্দোষ প্রমাণ করতে সবরকম পরীক্ষায় বসতে রাজি ভারতীয় এই কুস্তিগীর।
আরও পড়ুন দাড়ি নিয়ে পৃথিবীর সেরা ১০ তথ্য