এক ইনিংসে ১৭টা ছয়, যুবরাজকে ছুঁয়ে দ্বিশতরান করলেন অনূর্ধ্ব ১৯ তারকা
এবিডি স্টাইলে ঝড় তুলে অজি মিডিয়ায় শোরগোল ফেলে দিলেন নিউ সাউথ ওয়েলসের অধিনায়ক অলিভার ডেভিস।
নিজস্ব প্রতিবেদন: অনূর্ধ্ব ১৯ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ১৮ বছরের তরুণের বিস্ময় ব্যাটিং। এক ইনিংসেই ১৭ ছক্কা। ১১৫ বল খেলেই পৌঁছে গেলেন দ্বিশতরানে। এবিডি স্টাইলে ঝড় তুলে অজি মিডিয়ায় শোরগোল ফেলে দিলেন নিউ সাউথ ওয়েলসের অধিনায়ক অলিভার ডেভিস। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে নজরকাড়া পারফরম্যান্স করে ডেভিস ছুঁয়ে ফেললেন ভারতীয় ক্রিকেট তারকা যুবরাজ সিংকেও।
আরও পড়ুন- মিতালিদের কোচ ঠিক করবেন সেই সচিন-সৌরভ-লক্ষ্মণ
আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই অনূর্ধ্ব ১৯ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে এক ওভারে ৬টি ওভার বাউন্ডারি মেরে রেকর্ড বুকে নাম তুলেছিলেন যুবি। সেই একই নজির গড়ে অস্ট্রলিয়ার রেকর্ড বুকেও নাম তুলে রাখলেন ডেভিস। খেলা তখন ৪০ ওভারে। বিপক্ষ দলের স্পিনার জ্যাক জেমসের ওভারেই ছয় ছক্কার রেকর্ড গড়েন এই তরুণ তুর্কি।
Ollie Davies had a day out at the #U19Champs today!
207 from 115 balls including 17 sixes.
And six of those sixes came off one over. pic.twitter.com/ktFZJVkCHm
— Cricket NSW (@CricketNSW) December 3, 2018
আরও পড়ুন- কেন ১০০০ উইকেট শিকার হল না মার্ক বাউচারের?
অতীতে ডেভিস অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৬ ও ১৯ জাতীয় দলের হয়েও প্রতিনিধিত্ব করেছেন। সেখানেও তিনি তাঁর জাত চিনিয়েছেন। দ্বিশতরান করার পর অস্ট্রেলিয়ার জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকট ডট কমে ডেভিস জানিয়েছেন, প্রতিযোগিতার শুরুটা এভাবে শুরু করতে পেরে তিনি আনন্দিত। কোনও বাধা ছাড়াই এভাবে অনায়াসে ওভার বাউন্ডারি মারতে পারায় তাঁর আরও ভাল লাগছে। আগামী ম্যাচগুলোতেও এমনই ইনিংস খেলতে পারবেন, আশাবাদী অলিভার ডেভিস।