আর্থিক জরিমানায় স্বস্তি! বড় শাস্তি এড়ালেন ইস্টবেঙ্গলের কোলাডো

 পরের ম্যাচ থেকেই মাঠে ফিরতে পারবেন তিনি। 

Updated By: Dec 19, 2019, 08:20 PM IST
আর্থিক জরিমানায় স্বস্তি! বড় শাস্তি এড়ালেন ইস্টবেঙ্গলের কোলাডো

নিজস্ব প্রতিবেদন : বড় শাস্তি এড়ালেন ইস্টবেঙ্গলের তারকা মিডফিল্ডার হাইমে কোলাডো। এক ম্যাচ নির্বাসন করেই স্প্যানিশ মিডফিল্ডারকে ছেড়ে দিল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি। ইতিমধ্যেই এক ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছিল কোলাডোকে। ফলে পরের ম্যাচ থেকেই মাঠে ফিরতে পারবেন তিনি। কোলাডোর বিরুদ্ধে পঞ্জাব এফ সি ম্যাচের শেষে বল বয়কে উদেশ্য করে বল মারার অভিযোগ উঠেছিল। 

আরও পড়ুন-  দল পেলেন না বাংলাদেশের মুশফিকুর! ডেল স্টেইন অবিক্রিত

ফেডারেশনের অভিযোগের ভিত্তিতে ২০ ডিসেম্বর পর্যন্ত কোলাডোকে সাসপেন্ড করে শৃঙ্খলারক্ষা কমিটি। সেই অভিযোগ বৃহস্পতিবার উঠে গেল। তবে একলক্ষ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে পঞ্জাব এফ সি-কেও। ইস্টবেঙ্গল-পঞ্জাব এফ সি ম্যাচে বল বয়দের বিরুদ্ধে অহেতুক দেরি করে বল দেওয়ার অভিযোগ উঠেছিল। ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এই ঘটনার পুনরাবৃত্তি হলে পঞ্জাব এফ সি-র  হোম ম্যাচ অন্যত্র সরিয়ে নেওয়া হবে।

.