Asia Cup 2018: পাক বধের পরই দলকে শুভেচ্ছা জানিয়ে বিরাটের টুইট
এক সপ্তাহের মধ্যে পর পর দু'বার পাকিস্তানকে হারিয়েছে ভারতীয় দল। ক্রিকেট মাঠে পাকিস্তানকে হারানোর মতো ভাল কিছু আর হতে পারে না।
নিজস্ব প্রতিবেদন : রবিবার দুবাইয়ে 'হিটম্যান' আর 'গব্বরের' সেঞ্চুরিতে পাকিস্তানকে হেলায় হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে বিরাটবিহীন টিম ইন্ডিয়া। রবিবার ম্যাচ শেষ হতেই মধ্য রাতে টুইট করে দলকে শুভেচ্ছা জানালেন বিরাট কোহলি।
আরও পড়ুন - Asia Cup 2018: 'হিটম্যান' আর 'গব্বরের' সেঞ্চুরিতে পাকিস্তানকে হেলায় হারাল ভারত
ইংল্যান্ড সফরের পর আপাতত বিশ্রামে রয়েছেন বিরাট। সংযুক্ত আরব আমির শাহিতে এশিয়া কাপে দলের সঙ্গে তিনি নেই। বিরাটের পরিবর্তে এশিয়া কাপে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করছেন রোহিত শর্মা। বিরাটের অবর্তমানে পর পর ম্যাচ জিতেই চলেছে ভারত। এমনকী পৌঁছে গিয়েছে এশিয়া কাপের ফাইনালেও। এতদিন চুপই ছিলেন। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ না করে পারলেন না বিরাট কোহালি। মধ্যরাতেই টুইট করে দলকে শুভেচ্ছা জানান তিনি। টুইটে বিরাট লেখেন, "ওয়েল ডান বয়েজ। দারুণ একটা জয় দেখলাম। আমাদের জন্য দারুণ জয়।"
Well done boys. What a joy to watch.Great win for us. Onwards and upwards #INDvPAK #AsiaCup2018
— Virat Kohli (@imVkohli) September 23, 2018
এক সপ্তাহের মধ্যে পর পর দু'বার পাকিস্তানকে হারিয়েছে ভারতীয় দল। ক্রিকেট মাঠে পাকিস্তানকে হারানোর মতো ভাল কিছু আর হতে পারে না। ২০১৭ সালে এই পাকিস্তানের কাছেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারতে হয়েছিল ভারতকে। এবার দুটি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে যেন চ্যাম্পিয়ন্স ট্রফি হারের বদলাই নিল রোহিত শর্মার ভারতীয় দল। প্রথম গ্রুপের ম্যাচে এবং পরে সুপার ফোরের ম্যাচে।