ওপেনার রমনের সেঞ্চুরি, রনজিতে অন্ধ্রের বিরুদ্ধে বড় রানের পথে বাংলা

অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন অবশ্য ফের ব্যর্থ। 

Updated By: Dec 25, 2019, 06:26 PM IST
ওপেনার রমনের সেঞ্চুরি, রনজিতে অন্ধ্রের বিরুদ্ধে বড় রানের পথে বাংলা

নিজস্ব প্রতিবেদন : ওপেনার অভিষেক রমনের শতরান ভর করে রঞ্জিতে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে বড় রানের পথে বাংলা। প্রথম দিনের শেষে ইডেনে বাংলার স্কোর চার উইকেটে ২৪১। ১১০ রানে অপরাজিত অভিষের রমন। তার সঙ্গে ক্রিজে রয়েছেন শ্রীবত্স গোস্বামী। টসে জিতে ইডেনে বাংলাকে ব্যাট করতে পাঠান অন্ধ্রপ্রদেশ অধিনায়ক। বড়দিনের সকালে প্রথম ব্যাট করার সুযোগ পুরো মাত্রায় কাজে লাগায় বাংলা ব্যাটসম্যানরা। 

আরও পড়ুন-  অবৈধ বোলিং অ্যাকশন, ফের নিষিদ্ধ পাকিস্তানের হাফিজ

অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন অবশ্য ফের ব্যর্থ। এদিন তিনি মাত্র ছয় রানে করে আউট হন। বাংলা ইনিংসকে বড় রানের পথে নিয়ে যান রমন আর মনোজ জুটি। মাত্র চার রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন মনোজ। ছেল্লিশ রানে আউট হন বাংলার প্রাক্তন অধিনায়ক। তবে প্রথম দিনের শেষ পর্বে শতরান পূর্ণ করেন অভিষেক রমন। কেরালার পর অন্ধ্রের বিরুদ্ধে ম্যাচেও শতরান করলেন বাংলা ওপেনার। দিনের শেষে ১১০ রানে অপরাজিত রমন। তার ইনিংস সাজানো ছিল তেরোটা চার আর একটা ছয় দিয়ে। 

.