বিশ্বকাপে অনিশ্চিত বিশ্বকাপজয়ী জার্মান তারকা!
শুক্রবার সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচে নামছেন না ...
নিজস্ব প্রতিবেদন : চোট পেয়ে মাঠের বাইরে জার্মানির তারকা মেসুট ওজিল। হাঁটুর সমস্যায় বিশ্বকাপের প্রস্তুতি পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে খেলতে পারবেন না বিশ্বকাপজয়ী জার্মান তারকা। শনিবারই প্রস্তুতি ম্যাচে অস্ট্রিয়ার কাছে ২-১ গোলে হেরেছে জার্মানি। ওই ম্যাচেই চোট পান ২৯ বছর বয়সী মিডফিল্ডার ওজিল। তার পর থেকে আর তিনি অনুশীলনও করতে পারেননি বলে জানা গিয়েছে। তারপরেই জল্পনা শুরু হয়েছে, ওজিল কি তা হলে ছিটকে গেলেন বিশ্বকাপ থেকে?
আরও পড়ুন- ব্রাজিল এখনও দল হয়ে উঠতে পারেনি, মত পেলের
এর পরেই জার্মান ফুটবল সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ওজিল বিশ্বকাপে খেলবেন, তবে দলের শেষ প্রস্তুতি ম্যাচে তাঁকে বাইরেই থাকতে হবে। অর্থাত্, শুক্রবার সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচে নামছেন না অস্ট্রিয়ার বিরুদ্ধে গোল করা ওজিল। ওজিলের চোট নিয়ে দলের ম্যানেজার এবং প্রাক্তন ফুটবলার অলিভার বিয়ারহফ জানিয়েছেন , "ওজিলকে নিয়ে মারাত্মক কিছু ঘটেনি। আমরা কোনও ঝুঁকি নিতে চাইছি না। ও এখন দৌড়তে পারছে। আশা করি, বিশ্বকাপে খেলতে সমস্যা হবে না।" বৃহস্পতিবার ওজিল নিজে টুইট করে লিখেছেন, "আমি আজও দলের অনুশীলনে যোগ দিইনি ঠিকই, কিন্তু দৌড়তে পেরেছি।" ১৭ জুন মেক্সিকোর বিরুদ্ধে বিশ্বকাপে অভিযান শুরু করবে গতবারের চ্যাম্পিয়নরা।
I didn't take part in final team training today, but some running exercises were possible again #DieMannschaft #RoadToRussia #ZSMMN @dfb_team pic.twitter.com/VN7nK4z9bp
— Mesut Özil (@MesutOzil1088) June 7, 2018