Pakistan Cricket News: অনেক হয়েছে...আর বরদাস্ত নয়, বাবরদের সেনার হাতেই তুলে দিচ্ছে পিসিবি!

Pakistan cricket team to train with army for improve fitness: অনেক হয়েছে...আর না! অবশেষে বাবরদের সেনার হাতেই তুলে দিচ্ছে পিসিবি। সিদ্ধান্ত নিয়ে ফেলল সেদেশের বোর্ড!

Updated By: Mar 6, 2024, 07:25 PM IST
Pakistan Cricket News: অনেক হয়েছে...আর বরদাস্ত নয়, বাবরদের সেনার হাতেই তুলে দিচ্ছে পিসিবি!
পাক ক্রিকেটারদের এবার প্রশিক্ষণ দেবে সেনা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team) বারবার স্ক্য়ানারের তলায় এসেছে হতশ্রী ফিটনেসের জন্য়। ফিটনেস নিয়ে যত কম বলা যায় ততই ভালো। মাঠে বাবর আজমদের অবস্থা এতটাই শোচনীয়। প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞরা পাক ক্রিকেটারদের ফিটনেস নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন। অবশেষ টনক নড়ল পাক ক্রিকেট বোর্ডের (PCB)। নড়েচড়ে বসল তারা। অতীতের চেনা রাস্তায় ফিরে এবার বাবরদের সেনার হাতে তুলে দিচ্ছে পিসিবি! হ্য়াঁ, ঠিকই পড়লেন এবার পাক সেনা প্রশিক্ষণ দেবেন শাহিন শাহ আফ্রিদিদের! আগামী ১৮ মার্চ শেষ হচ্ছে পাকিস্তান সুপার লিগ। তারপরেই বাবর-শাহিনদের শুরু ১০ দিনের কঠিন সেনা প্রশিক্ষণ। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী সমৃদ্ধ দেশের তালিকায় প্রথম দশের মধ্য়েই রয়েছে পাক সেনা (৯)। আগামী ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত পাক সেনারা বুঝে নেবেন তাঁদের দেশের ক্রিকেটারদের ফিটনেস। 

আরও পড়ুন: Rohit Sharma: 'ঋষভ পন্থ নামে একজন আছে'! ব্রিটিশ তারকাকেই চুনকাম রোহিতের, গরম হয়ে গেল পাহাড়

পিসিবি চেয়ারম্য়ান মহশিন নকভি বলছেন, 'আমি লাহোরে বসে যখন পিএসএলে ম্য়াচ দেখছিলাম। তখন আমাদের একজনকেও দেখিনি ছয় মেরে বল স্ট্যান্ডে পাঠিয়েছে। কিন্তু যখনই এরকম ছয়ের কথা ভাবি, তখনই বিদেশিদের কথা মাথায় আসে। আমি এরপরই বোর্ডকে জানাই সকলের ফিটনেস বাড়াতে হবে। তার জন্য় প্রকৃত চেষ্টা করতে হবে। সামনেই আমাদের নিউ জিল্য়ান্ড, আয়ারল্য়ান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা রয়েছে। তারপর টি-২০ বিশ্বকাপ। কখন আর আমরা ট্রেনিং নেব? একটা সময় পাওয়া গিয়েছে। আমাদের সেনারা কাকুলের মিলিটারি অ্যাকাডেমিতে প্রশিক্ষণ দেবেন ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত। আশা করি সেনা আমাদের সাহায্য করতে পারবে।'  তবে এবারই প্রথম নয়, অতীতেও ফিটনেস বাড়াতে সেনার দুয়ারে কড়া নেড়েছিল পাকিস্তান। মিসবা-উল-হক যখন পাক দলের অধিনায়ক ছিলেন, তিনি এই কাকুল অ্যাকাডেমিতেই সেনা প্রশিক্ষণের ব্য়বস্থা করিয়ে ছিলেন, ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে। সেনা প্রশিক্ষণ নিয়ে মিসবার পারফরম্য়ান্স ছিল দেখার মতো। প্রথম টেস্টেই তিনি সেঞ্চুরি হাঁকান। এমনকী সেঞ্চুরি উদযাপনে তিনি দশটি পুশআপ করেন ও সেনার স্যালুট জানান। এখন দেখার পাকিস্তানের ফিটনেসে কী বদল আসে!

আরও পড়ুন: Rohit Sharma: 'স্টিল অন জিরো'! কেন আম্পায়ারকে ধুয়ে দিয়েছিলেন অধিনায়ক? মুখ খুললেন রোহিত

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.