যেকোনও ভূমিকাতেই হোক, ফের জাতীয় দলে ফিরতে চান পার্থিব প্যাটেল

Updated By: Jul 31, 2017, 02:11 PM IST
যেকোনও ভূমিকাতেই হোক, ফের জাতীয় দলে ফিরতে চান পার্থিব প্যাটেল

ওয়েব ডেস্ক: মাত্র ১৭ বছর বয়সেই ভারতীয় দলের হয়ে টেস্ট খেলা শুরু করে দিয়েছিলেন তিনি। খেলেছেনও বেশ কিছু টেস্ট। কিন্তু তারপরেই ছন্দপতন। দল থেকে পড়তে হয়েছে বাদ। যদিও দীর্ঘদিন বাদে বিরাট কোহলির দলের হয়ে টেস্টে কামব্যাকও করেছিলেন পার্থিব কিছুদিন আগে। গত মরশুমে তাঁর অধিনায়কত্বেই রঞ্জি ট্রফি জিতেছিল গুজরাট। সেই পার্থিব প্যাটেল চান ফের ভারতের জার্সি গায়ে খেলতে।

আরও পড়ুন কলম্বোতে নিজের কেরিয়ারের ৫০ তম টেস্ট খেলতে নামবেন চেতেশ্বর পুজারা

একটি সাক্ষাতকারে এই উইকেটকিপার বলেছেন, 'বয়স কম থাকলে, মানুষ কোনও বিষয়েই উদ্বিগ্ন হয় না।আমিও তেমনই মাত্র ১৭ বছর বয়সে ভারতের হয়ে টেস্ট খেলেছি। সেই দিনগুলো আমার কাছে মনে হতে যেন, সব স্বপ্নগুলো বাস্তব হয়ে গিয়েছে। আমার জীবনের সোনার দিন ছিল সেগুলো।' এখন পার্থিবের বয়স বেড়ে হয়েছে ৩২ বছর। ফের স্বপ্ন দেখছেন জাতীয় দলে ফেরার। তিনি বলেছেন, 'উইকেট কিপিংয়ে নিজেকে সেভাবে পরিবর্তন কিছু করিনি। একই রয়েছে। ব্যাটিংয়েও আরও বেশি মন দিয়েছি। এখন চাই নাগাড়ে ভাল পারফর্ম করতে। যাতে ফের জাতীয় দলের হয়ে খেলতে পারি। সে, যে ভূমিকাতেই হোক।'

আরও পড়ুন  টিম ইন্ডিয়া কীভাবে সেলিব্রেট করছে দেখুন রোহিত শর্মার পোস্ট করা ছবিতে

.