WATCH | Cristiano Ronaldo: 'ভগবান'কে পেয়ে ভক্তের পাগলামির রাত! স্নেহের আদরে মোড়ালেন সিআরসাত

Pitch Invader Hugs Cristiano Ronaldo in Portugal vs Bosnia & Herzegovina Match:  'পিচ ইনভেডার' ছুটে এসে কোলে তুলে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। তবে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার একটুও রাগ করলেন না, উল্টে স্নেনের আদরে মুড়িয়ে দিলেন সেই ফ্যানকে।

Updated By: Jun 18, 2023, 03:23 PM IST
WATCH | Cristiano Ronaldo: 'ভগবান'কে পেয়ে ভক্তের পাগলামির রাত! স্নেহের আদরে মোড়ালেন সিআরসাত
রোনাল্ডোকে নিয়ে ফ্যানের উন্মাদনা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্তধূলির ঘাসে ঘাসে, সুরলোকে বেজে ওঠে শঙ্খ!'রবি ঠাকুরের কবিতার এই লাইনগুলো ভীষণ ভাবে খাটে ফুটবল গ্রহের উজ্জ্বল মহানক্ষত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) জন্য। তিনি 'ভক্তের ভগবান'। অগুণিত অনুরাগীর আগুনে অনুপ্রেরণা, তাঁদের লড়াই করে বেঁচে থাকার কারণও বটে। রোনাল্ডো ফ্যানদের কাছে ঠিক কী, সেই ছবিটাই ফুটে উঠল উয়েফা ইউরো কোয়ালিফায়ার্সে (UEFA EURO Qualifiers) পর্তুগাল বনাম বসনিয়া ও হার্জেগোভিনার (Portugal vs Bosnia & Herzegovina) ম্যাচে। রোনাল্ডোদের দেশে খেলতে এসেছিল বলকান উপদ্বীপের এই দেশ। লিসবনের এস্তাদিও দা লুজে পর্তুগাল এই ম্যাচে ৩-০ গোলে জিতে নেয়। বার্নার্ডো সিলভা (৪৪') ও ব্রুনো ফার্নান্ডেজের (৭৭', ৯০+৩') জোড়া গোলে জেতেন রবার্টো মার্টেনেজের (Roberto Martinez) শিষ্যরা।

নতুন কোচের অধীনে তৃতীয় ও দেশের জার্সিতে ১৯৯ নম্বর ম্যাচ খেলেতে নেমেছিলেন সিআর সেভেন। খেলা চলাকালীনই নিরাপত্তারক্ষীদের বুড়ো আঙুল দেখিয়ে, মাঠে ঢুকে পড়েন এক তরুণ পর্তুগিজ ফ্যান। তাঁর হাতে ধরা ছিল দেশের পতাকা। তিনি ছুট্টে চলে আসেন রোনাল্ডোর কাছে। সিআর সেভেনকে কোলে তুলে, পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি। এখানেই শেষ নয়, রোনাল্ডোর সামনেই করেন সিগনেচার 'সিউ' সেলিব্রেশন। তবে রোনাল্ডো মোটেও রাগ করেননি এই ঘটনায়। বরং ফ্যানকে স্নেহের আদরে মুড়িয়ে দিলেন সিআরসেভেন। রাতারাতি সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: Cristiano Ronaldo: প্রিয় বন্ধুকে আল নাসেরে আনতে মরিয়া রোনাল্ডো, কে তিনি?

এদিন ম্যাচের ৪৪ দুরন্ত গোল করেন বার্নার্ডো। রোনাল্ডো মাঝমাঠে প্রতিপক্ষের দুই ফুটবলারকে বুঝে নিয়ে, পাস দেন বার্নার্ডোকে। ম্যান সিটি-র ত্রিমুকুট জয়ী মিডফিল্ডার চিপ শটে এগিয়ে দেন দলকে। প্রথমার্ধে ১-০ এগিয়ে মাঠ ছাড়া পর্তুগাল দ্বিতীয়ার্ধে বাকি দুই গোলের দেখা পায়। ৭৭ মিনিটে রুবেন নেভেসের ক্রস থেকে লাফিয়ে হেড করে বল তেকাঠিতে রাখেন ম্যান ইউ-র তারকা ব্রুনো। নির্ধারিত সময়ের পর আরও চার মিনিট যোগ করেন রেফারি। তিন মিনিটের মাথায় আবারও ব্রুনো জালে বল জড়িয়ে দেন। আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে তিন ম্যাচ খেলে ফেলল পর্তুগাল। তিনটিই জিতল সেলেকাওরা। এই মুহূর্তে নয় পয়েন্ট নিয়ে 'জে' গ্রুপের মগডালে রোনাল্ডো অ্যান্ড কোং।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.