রিলিজ হল ধোনির বায়োপিকের পোস্টার

' দ্য ম্যান ইউ নো... দ্য জার্নি ইউ ডোন্ট নো'।  মানুষটি সবার চেনা মহেন্দ্র সিং ধোনি। তাঁকে সকলে চিনলেও জানা নেই তাঁর 'ক্যাপ্টেন কুল' হওয়ার গল্পটা।

Updated By: Mar 9, 2016, 05:36 PM IST
রিলিজ হল ধোনির বায়োপিকের পোস্টার

ওয়েব ডেস্ক: ' দ্য ম্যান ইউ নো... দ্য জার্নি ইউ ডোন্ট নো'।  মানুষটি সবার চেনা মহেন্দ্র সিং ধোনি। তাঁকে সকলে চিনলেও জানা নেই তাঁর 'ক্যাপ্টেন কুল' হওয়ার গল্পটা। আর সেই গল্পটা সকলকে জানাতেই পর্দায় আসছে ধোনির বায়োপিক 'এম এস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি'। বুধবার এই ছবির প্রথম পোস্টার রিলিজ হল।

পোস্টারে ধোনির চরিত্রে অভিনয় করা সুশান্ত সিং রাজপুতকে একটি স্টেশনের বেঞ্চে ট্রেনের সামনে বসে থাকতে দেখা যায়। এই ছবিতে ধোনির স্ত্রী সাক্ষীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কিয়ারা আদবাণিকে। এছাড়াও দিশা পাটানিকে দেখা যাবে ধোনির এক প্রেমিকার চরিত্রে।

.