অবশেষে বাদ পড়তে হল রায়নাকে, কুড়ির দলে বিশ্বকাপের টিকিট যুবিকে

শেষ অবধি বাদ পড়লেন সুরেশ রায়না। খারাপ পারফরম্যান্সের জন্য এশিয়া কাপের দল থেকে ছেঁটে ফেলা হল ধোনির প্রিয় পাত্রকে। ফিরিয়ে আনা হল না যুবরাজ সিং, বীরন্দ্র সেওয়াগ, গৌতম গম্ভীরদের। ওয়ানডে দলে জায়গা পেলেন `টেস্ট হিরো` চেতেশ্বর পূজারা। বাকি দলে বিশেষ কোনও পরিবর্তন নেই। বাংলাদেশে আয়োজিত এশিয়া কাপ ও টি ২০ বিশ্বকাপে বাংলার একমাত্র প্রতিনিধি সেই মহম্মদ সামি। নিউজিল্যান্ডে টেস্টে ভাল বল করলও দলে ঠাঁই হল না ইশান্তের।

Updated By: Feb 11, 2014, 04:12 PM IST

শেষ অবধি বাদ পড়লেন সুরেশ রায়না। খারাপ পারফরম্যান্সের জন্য এশিয়া কাপের দল থেকে ছেঁটে ফেলা হল ধোনির প্রিয় পাত্রকে। ফিরিয়ে আনা হল না যুবরাজ সিং, বীরন্দ্র সেওয়াগ, গৌতম গম্ভীরদের। ওয়ানডে দলে জায়গা পেলেন `টেস্ট হিরো` চেতেশ্বর পূজারা। বাকি দলে বিশেষ কোনও পরিবর্তন নেই। বাংলাদেশে আয়োজিত এশিয়া কাপ ও টি ২০ বিশ্বকাপে বাংলার একমাত্র প্রতিনিধি সেই মহম্মদ সামি। নিউজিল্যান্ডে টেস্টে ভাল বল করলও দলে ঠাঁই হল না ইশান্তের।

২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে শুরু হতে চলেছে এশিয়া কাপ। প্রতিযোগিতায় ভারতের প্রথম ম্যাচে ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে।

এশিয়া কাপ শেষ হওয়ার পরই শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। ১৬ মার্চ থেকে শুরু হতে চলা এই কুড়ির বিশ্বকাপে খেলতে দেখা যাবে যুবরাজ সিংকে। টি২০ বিশ্বকাপের দলে নেওয়া হয়েছে স্টুয়ার্ট বিন্নিকেও।

এশিয়া কাপে ঘোষিত দল (১৫ জনের দল)--মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, আম্বাতি রায়াড়ু, আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা,আর অশ্বিন,ভূবনেশ্বর কুমার, মহম্মদ সামি, বরুন অ্যারন,স্টুয়ার্ট বিন্নি,অমিত মিশ্র, ঈশ্বর পান্ডে।।

টি ২০ বিশ্বকাপে ঘোষিত দল-- মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামি, স্টুয়ার্ট বিন্নি, অমিত মিশ্র, মোহিত শর্মা, বরুন অ্যারন।।

.