ধোনির স্বস্তিতে অস্বস্তি পূজারার চোট, আরও সমস্যায় ক্লার্করা

অনুশীলনে চোট পেলেন চেতাশ্বর পূজারা। মোহালিতে দলের নেট অনুশীলনে হাঁচুতে চোট পেলেন ভারতীয় ক্রিকেটের `নতুন দেওয়াল` পূজারা। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন সৌরাষ্ট্রের এই ব্যাটসম্যান। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা টেস্টে পূজারার খেলা নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে এ কথা মানেতে নারাজ ভারতীয় শিবির মোহালিতে এদিন বেশ জমিয়েই প্র্যাকটিস করলেন ধোনি, সচিনরা। সচিন নেটে হরভজন, প্রজ্ঞান ওঝাদের নিয়ে ব্যস্ত থাকলেন। ধোনি আবার বড় শট খেললেন।

Updated By: Mar 12, 2013, 09:00 PM IST

অনুশীলনে চোট পেলেন চেতাশ্বর পূজারা। মোহালিতে দলের নেট অনুশীলনে হাঁচুতে চোট পেলেন ভারতীয় ক্রিকেটের `নতুন দেওয়াল` পূজারা। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন সৌরাষ্ট্রের এই ব্যাটসম্যান। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা টেস্টে পূজারার খেলা নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে এ কথা মানেতে নারাজ ভারতীয় শিবির মোহালিতে এদিন বেশ জমিয়েই প্র্যাকটিস করলেন ধোনি, সচিনরা। সচিন নেটে হরভজন, প্রজ্ঞান ওঝাদের নিয়ে ব্যস্ত থাকলেন। ধোনি আবার বড় শট খেললেন।
শ্যেন ওয়াটসন সহ চার ক্রিকেটারকে বাদ দেওয়া ও ওয়েডের চোটের ফলে সমস্যায় অস্ট্রেলিয়া। কারণ এর জেরে ব্র্যাড হাডিনকে ধরে মাত্র বারো জন ক্রিকেটারকে নিয়ে মোহালিতে নামতে হবে অসিদের। সব মিলিয়ে প্রথম একাদশের ক্রিকেটার নামানোই এখন চ্যালেঞ্জ ক্লার্কের।
বাদ পড়া চার ক্রিকেটারের মধ্যে প্যাটিনসন অবশ্য কোচকে সমর্থন করেছেন। তাঁদের শাস্তি হওয়াই উচিত বলে মন্তব্য করেছেন তিনি। আর এতেই চটে লাল অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররা।
শ্যেন ওয়ার্ন মনে করেন অদ্ভুত ঘটনা ঘটিয়েছেন কোচ মিকি আর্থার। তাঁর মতে কোচ কখনই নির্বাচক নন। ফলে দুম করে তিনি কোনও ক্রিকেটারকে বাদ দেওয়ার কথা ঘোষণা করতে পারেন না। যদিও আর্থার জানিয়েছেন দলের স্বার্থে শৃঙ্খলা ভঙ্গের জন্য চার ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে। তবে অ্যালান বর্ডার, টম মুডি, মার্ক ওয়ারা আর্থারের যুক্তি মানতে নারাজ।
     

Tags:
.