জাপান ওপেন থেকে বিদায় নিলেন পি ভি সিন্ধু, সাইনা নেহওয়াল

Updated By: Sep 22, 2017, 09:57 AM IST
জাপান ওপেন থেকে বিদায় নিলেন পি ভি সিন্ধু, সাইনা নেহওয়াল

ওয়েব ডেস্ক: জাপান ওপেন থেকে বিদায় নিলেন পি ভি সিন্ধু। বিশ্ব চ্যাম্পিয়ন ওকুহারার কাছে হার মানলেন ভারতের এই ব্যাডমিন্টন তারকা। কোরিয়া ওপেনে হারের মধুর প্রতিশোধ নিলেন ওকুহারা। মাত্র সাতচল্লিশ মিনিটেই সিন্ধুকে নক আউট করে দেন ওকুহারা। যদিও প্রথম গেমে দু'বার এগিয়ে গিয়েছিলেন সিন্ধু। কিন্তু তা সত্ত্বেও ভারতের এই ব্যাডমিন্টন খেলোয়াড়কে আঠেরো-একুশে হারতে হয়। আর দ্বিতীয় গেমে তো দাঁড়াতেই পারেননি সিন্ধু। আট-একুশে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে যান পিভি সিন্ধু। সিন্ধু হারলেও কিদাম্বি শ্রীকান্ত ও এইচএস প্রণয় কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন।

আরও পড়ুন স্টিভ স্মিথের স্বপ্নের দলে দুই ভারতীয় থাকলেও, নেই বিরাট কোহলি
                                               
এদিকে, পিভি সিন্ধুর পর হেরে টুর্নামেন্টকে বিদায় জানিয়েছেন ভারতের আরেক মহিলা শাটলার সাইনা নেহওয়াল। প্রথম ম্যাচেই চির প্রতিদ্বন্দ্বি স্পেনের ক্যারোলিনা মারিনের কাছে স্ট্রেট গেমে হেরে ছিটকে যান লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী সাইনা। প্রাক্তন শীর্ষ বাছাই ম্যাচ হারেন ষোল-একুশ, তেরো-একুশ ফলে। প্রথম গেমে এক সময় চোদ্দ-দশ ফলে এগিয়ে ছিলেন তিনি। এমনকি দ্বিতীয় গেমে একসময় ছয়-চার ব্যবধানে এগিয়ে ছিলেন সাইনা। কিন্তু দু'বারই সুযোগ হাতছাড়া করে ম্যাচ হারতে হয় তাঁকে। জাপান ওপেনে খেলার জন্যই কোরিয়া ওপেনে অংশ নেননি সাইনা।

আরও পড়ুন  ইডেনে দ্বিতীয় একদিনের ম্যাচে জয়ী ভারত, কুলদীপের হ্যাটট্রিক 

.