দলের সাফল্যে বিরাট-রাহানেদেরই কৃতিত্ব দিলেন রবি শাস্ত্রী
ব্যুরো: কোচের দায়িত্ব নিয়েই ভারতীয় ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ রবি শাস্ত্রী। হঠাৎ বিনয়ী শাস্ত্রীর ঘোষণা দল তিন বছর ধরে দারুন ছন্দে রয়েছে। তবে তার জন্য একেবারেই নিজেকে বা কুম্বলেকে কৃতিত্ব দিতে রাজি নন। তার দাবি যাবতীয় কৃতিত্ব বিরাট-রাহানেদের। প্রিয় কোচকে পেয়ে কোহলিরও দাবি রবি শাস্ত্রীর কোচিং পদ্ধতি তাদের সকলেরই জানা। ফলে রবির সঙ্গে ক্রিকেটারদের মানিয়ে নিতে কোনও সমস্যাই হবে না। আরও পড়ুন-কোচ হিসেবে এই পাঁচটি কাজ রবি শাস্ত্রীর জন্য বেশ কঠিন!
এদিকে পরামর্শদাতা কমিটিকে উপেক্ষা করে ভরত অরুণকে বোলিং কোচ করা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে। কিন্তু তাতে এতটুকু বিচলিত নন শাস্ত্রী। উল্টে অরুণের সাফল্যের ভাঁড়ার তুলে ধরে সাফাই গাইলেন ভারতের নয়া কোচ। দুহাজার পনেরোতে শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের টিম ডিরেক্টর ছিলেন শাস্ত্রী। এবার হয়েছেন কোচ। শাস্ত্রী অবশ্য জানিয়ে গেলেন সেই সফরের যথেষ্ট অভিজ্ঞতা আছে তার। আর এটাই না কি তাকে সাহায্য করবে এবারের সিরিজে। আরও পড়ুন- শ্রীলঙ্কা সফরের আগে কী বললেন অজিঙ্কা রাহানে, জানুন