Ravichandran Ashwin, BGT 2023: দিল্লির বাইশ গজে এবার কোন নতুন রেকর্ড গড়লেন অশ্বিন? জেনে নিন

চলতি টেস্টে অশ্বিন আগেই এদিন প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০০ উইকেটও নিয়ে ফেলেছিলেন। এবার ব্যাটেও নিজের জাত চেনালেন তিনি।   

Updated By: Feb 18, 2023, 05:49 PM IST
Ravichandran Ashwin, BGT 2023: দিল্লির বাইশ গজে এবার কোন নতুন রেকর্ড গড়লেন অশ্বিন? জেনে নিন
এবার ব্যাটেও নিজের জাত চেনালেন তিনি। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের একটি নতুন রেকর্ডের মালিক হলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। এবার ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে ৭০০ উইকেট ও ৫০০০ রানের অধিকারী হলেন। চলতি বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন এই নজির গড়লেন টিম ইন্ডিয়ার (Team India) অভিজ্ঞ ক্রিকেটার। 

অশ্বিনের আগে এই তালিকায় রয়েছে বিনু মানকড় (Vinoo Mankad), শ্রীনিবাস ভেঙ্কটরাঘবন (Srinivas Venkatraghavan), কপিল দেব (Kapil Dev), অনিল কুম্বলের (Anil Kumble) মতো তারকাদের নাম রয়েছে। নাগপুরে অশ্বিন টেস্ট ক্রিকেটে ৪৫০ উইকেটের মালিক হয়ে যান। তাও আবার ভারতের সবচেয়ে দ্রুততম বোলার হিসেবে এই কীর্তি গড়েছিলেন তিনি। ছাপিয়ে যান কিংবদন্তি অনিল কুম্বলেকে। নাগপুরেই ৩১তম টেস্ট ফাইফার নিয়েছিলেন অশ্বিন। যার মধ্যে ঘরের মাঠে ২৫ বার তিনি পাঁচ উইকেট পেয়েছেন। এই নজিরে তিনি স্পর্শ করলেন আর এক কিংবদন্তি অনিল কুম্বলেকে। যিনি খেলেছেন ১৯৯০-২০১৮ পর্যন্ত।

আরও পড়ুন: Ranji Trophy Final 2023, BEN vs SAU: মনোজ-অনুষ্টুপের লড়াইয়ের পরেও উনাদকাটদের রঞ্জি হাতে তোলা সময়ের অপেক্ষা

আরও পড়ুন: Ben Stokes, NZ vs ENG: কোচ ম্যাকালামকে অবাক করে কোন রেকর্ড গড়লেন বেন স্টোকস? জানতে পড়ুন

২০১১ থেকে অশ্বিন খেলছেন দেশের হয়ে লাল বলের ক্রিকেট। টেস্ট ক্রিকেটে সব চেয়ে বেশি ফাইফার নেওয়া বোলারদের তালিকায় অশ্বিন রয়েছেন সাত নম্বরে। অশ্বিন আর একটি ফাইফার নিলেই ব্রিটিশ পেসার জেমস অ্যান্ডারসনকে স্পর্শ করবেন। যিনি পেয়েছেন ৩২বার পাঁচ উইকেট। তালিকায় সবার ওপরে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি মুথাইয়া মুরলীথরন। যাঁর ঝুলিতে ৬৭টি ফাইফার রয়েছে।

চলতি টেস্টে অশ্বিন আগেই এদিন প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০০ উইকেটও নিয়ে ফেলেছিলেন। এবার ব্যাটেও নিজের জাত চেনালেন তিনি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.