Ravindra Jadeja: ধোনি-রায়না পেলেও উপেক্ষিত ছিলেন জাদেজা! তাঁর দীর্ঘ বকেয়া অবশেষে মেটাল সিএসকে
Ravindra Jadeja has been officially given the title of Cricket Thalapathy by CSK: এমএস ধোনি ও সুরেশ রায়নার পর এবার রবীন্দ্র জাদেজা পেলেন নাম। হর্ষ ভোগলের প্রস্তাবে সিলমোহর সিএসকে-র
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ১৭ বছরের আইপিএল (IPL) ইতিহাসে নিঃসন্দেহে তিনজন নায়ক। তাঁরা হলেন কিংবদন্তি এমএস ধোনি (MS Dhoni)। যিনি পাঁচবার আইপিএল চ্য়াম্পিয়ন করেছেন দলকে। দুয়ে থাকবেন সুরেশ রায়না (Suresh Raina)। বিধ্বংসী ব্য়াটিও ও অসাধারণ ফিল্ডিয়ে ম্য়াচের রং বদলে দিতেন। তিনে অবশ্য়ই রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ধোনিকে চেন্নাইয়ের মানুষ ডাকেন 'থালা' (তামিলে যার অর্থ প্রধান বা দলের নেতা) বলে। রায়নার ডাকনাম 'চিন্না থালা' (অর্থাৎ যিনি থালার ডান হাত, বলা চলে ছোট নেতা)। তবে জাদেজা এতবছর চেন্নাইকে সার্ভিস দিয়েও কোনও নাম পাননি। জাদেজার এই দীর্ঘ বকেয়া অবশেষে মেটাল সিএসকে!
আরও পড়ুন: PAK vs NZ: বাইশ গজে ফের জ্বলবে গতির আগুন... বিশ্বকাপের আগেই ফিরলেন 'বিরাটের ত্রাস'!
এবার আসা যাক পুরো ঘটনায়। টানা তিন ম্য়াচ জেতা কলকাতার অশ্বমেধের ঘোড়া থামিয়ে দিয়েছে চেন্নাই। চারে চার করার লক্ষ্যে নেমে মুখ থুবড়ে পড়ে শ্রেয়স আইয়ার অ্যান্ড কোং। গত রবিবার, চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে টস হেরে, প্রথমে ব্য়াট করে কেকেআর মাত্র ১৩৭ রান করে। জবাবে রুতুরাজ গায়কোয়াড়ের 'ইয়েলো আর্মি' ১৪ বল হাতে রেখেই সাত উইকেটে ম্য়াচ বার করে নেয়। জাদেজা ১৮ রান দিয়ে তিন উইকেট পেয়ে হয়েছেন ম্য়াচের সেরা। তিনি যখন পুরস্কার মঞ্চে ম্য়ান অফ দ্য় ম্য়াচ নিতে এসেছিলেন, তখন হর্ষ ভোগলে বলেন, 'ধোনিকে থালা ও রায়নাকে চিন্না থালা বলে ডাকা হয়। তোমাকে যদি ক্রিকেট থালাপতি বলে ডাকা হয়, তাহলে কেমন হবে?' যার উত্তরে জাদেজা হাসি মুখে হর্ষকে নামকরণের জন্য় ধন্য়বাদ দেন। এর পরেই তিনি বলেন, 'এই নামের স্বীকৃতি সিএসকে দেবে।' এরপরেই হর্ষর প্রস্তাবে সম্মতি দিয়েস, জাদেজার সরকারি নামকরণ করে সিএসকে জানায় যে, এবার থেকে জাদেজা ক্রিকেট থালাপতি।
আরও পড়ুন: WATCH | MS Dhoni | Ravindra Jadeja: চিপকে মাহির 'এপ্রিল ফুল', জাদেজা ঘুঁটিতে বেবাক দর্শক !
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)