মাদ্রিদ ডার্বি ড্র, নূ ক্যাম্পে হার বাঁচাল বার্সেলোনা!

অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে ১-১ গোলে আটকে গেল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদকে তাদের মাঠেই আবার রুখে দিল অ্যাটলেটিকো মাদ্রিদ

Updated By: Sep 30, 2018, 11:31 AM IST
মাদ্রিদ ডার্বি ড্র, নূ ক্যাম্পে হার বাঁচাল বার্সেলোনা!

নিজস্ব প্রতিবেদন : চলতি মরশুমে লা লিগার ষষ্ঠ রাউন্ডে একইদিনে হেরেছিল দুই স্প্যানিশ জায়ান্ট- বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। লেগানেসের কাছে ২-১ গোলে হারে বার্সা আর সেভিয়ার কাছে ৩-০ গোলে হারে রিয়াল। শনিবার সপ্তম রাউন্ডে একই দিনে এবার ড্র করল রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। মাদ্রিদ ডার্বি গোলশূন্য ড্র। অন্যদিকে অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে ১-১ গোলে আটকে গেল বার্সেলোনা।

রিয়াল মাদ্রিদকে তাদের মাঠেই আবার রুখে দিল অ্যাটলেটিকো মাদ্রিদ। মাদ্রিদ ডার্বিতে অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণে দাপট দেখায় হুলেন লোপেতেগুইয়ের দল। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। স্যান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার রাতে লা লিগার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। লা লিগায় দু'দলের মধ্যে এই নিয়ে টানা চার ম্যাচ ড্র হল। শনিবাসরীয় নিষ্ফলা মাদ্রিদ ডার্বি দেখল দুই দলের গোলরক্ষকের একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াই। দুই দলই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় প্রথমার্ধে। অ্যান্তোনিও গ্রিজম্যান ও দিয়েগো কোস্তাকে রুখে দিয়ে দিয়ে রিয়ালকে লড়াইয়ে রাখেন থিওবাও কুর্তোয়া। অন্যদিকে ম্যাচের ২১ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন গ্যারেথ বেল। দ্বিতীয়ার্ধে ঘরের মাঠে গোল পেতে মরিয়া হয়ে ওঠে লোপেতেগুইয়ের ছেলেরা। কিন্তু তাতেও মরশুমের প্রথম মাদ্রিদ ডার্বি অমীমাংসিত থেকে গেল।

লা লিগার অন্য ম্যাচে ঘরের মাঠে হার বাঁচাল বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে পয়েন্ট ভাগ করে নিল বার্সা। শনিবার নূ ক্যাম্পে ম্যাচের ৪১ মিনিটে গোল করে বিওবাওকে এগিয়ে দেন অস্কার দি মার্কোস। শেষ পর্যন্ত ৮৪ মিনিটে বার্সেলোনাকে দু'বছরে ঘরের মাঠে প্রথম হারের মুখ থেকে বাঁচান পরিবর্ত হিসেবে নামা মুনির এল হাদ্দাদি। তবে ড্র করেও লা লিগার শীর্ষেই থেকে গেল গতবারের চ্যাম্পিয়নরা। সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে শীর্ষে মেসিরা

.