ইউরোপে গোলের নতুন মাইলস্টোন গড়লেন রোনাল্ডো!

উদিনেসের বিরুদ্ধে জোড়া গোল করে নয়া মাইলস্টোন গড়লেন পর্তুগিজ সুপারস্টার।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 16, 2019, 03:31 PM IST
ইউরোপে গোলের নতুন মাইলস্টোন গড়লেন রোনাল্ডো!

নিজস্ব প্রতিবেদন :  জুভেন্টাসের জার্সিতে টানা চার ম্যাচে গোল পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সিরি -এ তে উদিনেসের বিরুদ্ধে জোড়া গোল করলেন সিআরসেভেন। জোড়া গোল করেই রেকর্ড বুকে নিজের নাম তুলে ফেললেন তিনি। 

আবারও নতুন রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। উদিনেসের বিরুদ্ধে জোড়া গোল করে নয়া মাইলস্টোন গড়লেন পর্তুগিজ সুপারস্টার। চলতি মরশুমে জুভেন্টাসের হয়ে ১৯ ম্যাচে ১১টি গোল করলেন রোনাল্ডো। শেষ ১৫টি মরশুমে টানা নয়ের বেশি গোল করার রেকর্ড একমাত্র সিআর সেভেনের দখলেই। ইউরোপের সেরা পাঁচ লিগে খেলা ফুটবলারদের মধ্যে রোনাল্ডোর ঝুলিতেই রয়েছে এই রেকর্ড।

আরও পড়ুন - বাংলা চ্যানেলের রেকর্ড গড়লেন উলুবেড়িয়ার মেয়ে তাহরিনা

শেষ পর্যন্ত ম্যাচে উদিনেসকে ৩-১ গোলে উড়িয়ে দেয় জুভেন্টাস। ১৬ ম্যাচ শেষে সিরি-এ তে ইন্টার মিলানের সঙ্গে জুভেন্টাসের পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে দু নম্বরে রোনাল্ডোরা।

 

.