ইউরো কাপে খেলতে হলে আরও তিন সপ্তাহ বিশ্রাম নিতে হবে রোনাল্ডোকে

  ইউরো কাপে খেলতে হলে আরও তিন সপ্তাহ বিশ্রাম নিতে হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। হ্যামস্ট্রিংয়ে পাওয়া চোট নিয়ে সিআর সেভেন খেললে আরও সমস্যা বাড়বে পর্তুগিজ তারকার। এমনটা জানিয়েছে পর্তুগাল দলের প্রাক্তন চিকিতসক। বিশে এপ্রিল লা লিগায় ভিয়ারিয়াল ম্যাচে পেশিতে চোট পেয়েছিলেন সিআর সেভেন। তারপর থেকে মাঠের বাইরে রোনাল্ডো। রিয়াল মাদ্রিদের সেরা তারকা চোট নিয়ে গত কয়েকদিন ধরে বারবার ধোয়াশা তৈরি হয়েছে। এমআরআই রিপোর্টে রোনাল্ডোর পায়ের মাসেলে টিয়ার ধরা পরে। এই ধরণের চোট সারতে তিন সপ্তাহর কাছাকাছি সময় লাগে বলে জানিয়েছেন পর্তগাল দলের প্রাক্তন চিকিতসক। দশই জুন থেকে শুরু হবে ইউরো। ইউরো কাপে খেলতে হলে রোনাল্ডোকে আপাতত বিশ্রাম নেওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি।

Updated By: May 1, 2016, 10:33 PM IST
ইউরো কাপে খেলতে হলে আরও তিন সপ্তাহ বিশ্রাম নিতে হবে রোনাল্ডোকে

ওয়েব ডেস্ক:  ইউরো কাপে খেলতে হলে আরও তিন সপ্তাহ বিশ্রাম নিতে হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। হ্যামস্ট্রিংয়ে পাওয়া চোট নিয়ে সিআর সেভেন খেললে আরও সমস্যা বাড়বে পর্তুগিজ তারকার। এমনটা জানিয়েছে পর্তুগাল দলের প্রাক্তন চিকিতসক। বিশে এপ্রিল লা লিগায় ভিয়ারিয়াল ম্যাচে পেশিতে চোট পেয়েছিলেন সিআর সেভেন। তারপর থেকে মাঠের বাইরে রোনাল্ডো। রিয়াল মাদ্রিদের সেরা তারকা চোট নিয়ে গত কয়েকদিন ধরে বারবার ধোয়াশা তৈরি হয়েছে। এমআরআই রিপোর্টে রোনাল্ডোর পায়ের মাসেলে টিয়ার ধরা পরে। এই ধরণের চোট সারতে তিন সপ্তাহর কাছাকাছি সময় লাগে বলে জানিয়েছেন পর্তগাল দলের প্রাক্তন চিকিতসক। দশই জুন থেকে শুরু হবে ইউরো। ইউরো কাপে খেলতে হলে রোনাল্ডোকে আপাতত বিশ্রাম নেওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি।

.