সচিন-কোহলিকে ছাপিয়ে গেলেন নিউ জিল্যান্ডের রস টেলর
সচিন ১৯৯৪ সালে এই নজির গড়েছিলেন। আর ২০১২ সালে এই নজির গড়েছিলেন বিরাট কোহলি।
নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবার নেলসনে রস টেলর ও নিকোলসের জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচেও জয় পেয়েছে নিউ জিল্যান্ড। একদিনের সিরিজে লঙ্কানদের হোয়াইটওয়াশ করার দিনেই নজির গড়লেন রস টেলর। কেরিয়ারের ২০ তম ওডিআই সেঞ্চুরি করার পথে টপকে গেলেন সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলির কীর্তিকে।
আরও পড়ুন - বিরাট ব্যবহারে মুগ্ধ ম্যাকগ্রা, সচিনের সঙ্গে তুলনা কোহলির!
মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৩১ বলে অনবদ্য ১৩৭ রানের ইনিংস খেলেন কিউই মিডল অর্ডার ব্যাটসম্যান রস টেলর। টানা ছটি একদিনের ম্যাচে ৫০ বা তার বেশি রান করে নজির গড়লেন তিনি। শেষ ছটি একদিনের ম্যাচে টেলর করেছেন যথাক্রমে অপরাজিত ১৮১, ৮০, অপরাজিত ৮৬, ৫৪, ৯০ এবং ১৩৭। টানা পাঁচটি একদিনের ম্যাচে ৫০ বা তার বেশি রান করেছিলেন সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলি। সচিন ১৯৯৪ সালে এই নজির গড়েছিলেন। আর ২০১২ সালে এই নজির গড়েছিলেন বিরাট কোহলি। এদিন সচিন-বিরাট দু'জনকেই টপকে যান রস টেলর।
Ross Taylor brings up his 20th ODI century!
What incredible form he is in - since the start of 2018, his average in ODIs is 98, second only to Virat Kohli! #NZvSL LIVE https://t.co/kXKrokDfaP pic.twitter.com/A3G7mha20O
— ICC (@ICC) January 8, 2019
টানা ৬টি একদিনের ম্যাচে ৫০ বা তার বেশি রান করে রস টেলর ছুঁয়ে ফেলেন কেন উইলিয়ামসন, অ্যান্ড্রু জোনস (নিউ জিল্যান্ড), মহম্মদ ইউসুফ (পাকিস্তান), গর্ডন গ্রিনিচ (ওয়েস্ট ইন্ডিজ) এবং মার্ক ওয়াকে (অস্ট্রেলিয়া)। তবে একদিনের ক্রিকেটে টানা ৯টি ম্যাচে ৫০ বা তার বেশি রান করার রেকর্ড এখনও পাকিস্তানের জাভেদ মিঁয়াদাদের। ১৯৮৭ সালে এই নজির গড়েন তিনি। তবে একদিনের কেরিয়ারে ২০ তম শতরান করে পাকিস্তানের সৈয়দ আনোয়ার, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা এবং শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনেকে টপকে যান রস টেলর।