বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবকে ৫-০ গোলে হারাল রাশিয়া

চার বছরের অপেক্ষা শেষ। মারাকানায় জার্মানির বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ১৪৩২ দিন পর ফিরল বিশ্বকাপ।

Updated By: Jun 14, 2018, 11:21 PM IST
বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবকে ৫-০ গোলে হারাল রাশিয়া

নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপের প্রথম ম্যাচে কোনওদিন আয়োজক দেশ হারে না। সেই ধারাই বজায় রাখল রাশিয়া। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সৌদি আরবকে ৫-০ গোলে হারালেন ফেডোর মলোভরা।

প্রথমার্ধেই দুই-শূন্য গোলে এগিয়ে গিয়েছিল রাশিয়া। বিশ্বকাপের প্রথম গোলটি করেন লুরি গাজিনস্কি। বিরতির কিছু আগে ব্যবধান বাড়ান ডেনিস চেশেভ। দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন জিউবা। পরিবর্ত হিসাবে মাঠে নামা জিউবা প্রথমবার বল ছুঁতেই গোল পেয়ে যান। ইঞ্জুরি টাইমে ফের গোল করেন চেশেভই। পঞ্চম গোলটি করেন গোলোভিন। ঘরের মাঠে গোটা ম্যাচেই দাপট দেখিয়েছে আয়োজক দেশ রাশিয়া।

আরও পড়ুন- বুট নেই ইরান ফুটবলারদের!

চার বছরের অপেক্ষা শেষ। মারাকানায় জার্মানির বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ১৪৩২ দিন পর ফিরল বিশ্বকাপ। লুজনিকিতে বোধন হল রাশিয়ার বিশ্বযুদ্ধের। প্রথম ম্যাচেই মাঠে নামল আয়োজক দেশ রাশিয়া। ঘরের মাঠে সাম্প্রতিক খারাপ ফর্ম পেছনে ফেলে বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচেই নিজেদের মেলে ধরল রুশরা।

বৃহস্পতিবারের আগে একবারই মুখোমুখি হয়েছে রাশিয়া আর সৌদি আবর। ১৯৯৩-এর সেই ম্যাচে বাজিমাত করেছিল এশিয়ার দলটিই।

.