কোহলি-রাহানে যুগলবন্দিতে বিরাট জয় ভারতের

তৃতীয় উইকেটে বিরাট-অজিঙ্কা জুটির দাপটেই ৬ উইকেটে জয় পায় মেন ইন ব্লু। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক বিরাট (১১২)। অর্ধশতরানের দর্শনীয় ইনিংস খেলেছেন অজিঙ্কা রাহানেও (৭৯)। 

Updated By: Feb 2, 2018, 11:04 AM IST
কোহলি-রাহানে যুগলবন্দিতে বিরাট জয় ভারতের
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: কিংসমিডে কিং কোহলির ব্যাটিং শো। যোগ্য সঙ্গত দিলেন অজিঙ্কা রাহানেও। যার সুবাদে ২৭০ রানের লক্ষ্যমাত্রায় খুব সহজেই পৌঁছে গেল মেন ইন ব্লু। ডারবানে ৬ উইকেটে জয় ভারতের। অনবদ্য ১১২ রানের ইনিংসের জন্যই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর ডারবানের এই জয়েই ওয়ানডে সিরিজে এগিয়ে গেল বিরাট ব্রিগাড।

আরও পড়ুন- দুপ্লেসিসের শতরান, ভারতের লক্ষ্য ২৭০

কিংসমিডে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দুপ্লেসিস। ডারবানের পিচে ভুবি এবং বুমরাহদের সামনে শুরুটা ভাল করতে পারেননি ডি কক এবং হাসিম আমলা। এরপর দুই রিস্ট স্পিনার কুলদীপ এবং চহলের সামনে তাসের ঘরের মত ভেঙে পরে আফ্রিকার টপ অর্ডার। দলকে কার্যত একাই টানেন দলপতি ফাফ। দুপ্লেসিসের (১২০) শতরানের ওপর দাঁড়িয়েই লড়াই করার মত স্কোরে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা। 

আরও পড়ুন- বিশ্বকাপের পরীক্ষা দিচ্ছেন রাহানে

২৭০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে ভারত। রোহিত খুব তাড়াতাড়ি ফিরলেও ধ্বংসাত্মক ব্যাটিং করেছেন শিখর। এরপর ভারতের জয়-কে একেবারে সহজ করে দেয় কোহলি-রাহানে যুগলবন্দি (১৮৯)। তৃতীয় উইকেটে বিরাট-অজিঙ্কা জুটির দাপটেই ৬ উইকেটে জয় পায় মেন ইন ব্লু। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক বিরাট (১১২)। অর্ধশতরানের দর্শনীয় ইনিংস খেলেছেন অজিঙ্কা রাহানেও (৭৯)। 

খেলার আরও খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ১১টায়   

.