সৌরভ গাঙ্গুলির সুরেই সুর মেলালেন সচিন তেন্ডুলকর

দীর্ঘদিন ভারতীয় দলের ব্যাটিংকে দুজনে একসঙ্গে সামলেছেন। একদিনের ক্রিকেটের অন্যতম সফল জুটি তাঁদেরই। খেলা ছাড়ার পরও মনের মিল একইরকম। এবার সৌরভ গাঙ্গুলির সুরেই সুর মেলালেন সচিন তেন্ডুলকর। পুণেতে প্রথম টেস্টে বিরাট কোহলিরা অস্ট্রেলিয়ার কাছে বিশ্রীভাবে হারলেও ভারত সিরিজে কামব্যাক করবেন বলেই মনে করছেন মাস্টার ব্লাস্টার।

Updated By: Feb 26, 2017, 11:06 PM IST
সৌরভ গাঙ্গুলির সুরেই সুর মেলালেন সচিন তেন্ডুলকর

ওয়েব ডেস্ক: দীর্ঘদিন ভারতীয় দলের ব্যাটিংকে দুজনে একসঙ্গে সামলেছেন। একদিনের ক্রিকেটের অন্যতম সফল জুটি তাঁদেরই। খেলা ছাড়ার পরও মনের মিল একইরকম। এবার সৌরভ গাঙ্গুলির সুরেই সুর মেলালেন সচিন তেন্ডুলকর। পুণেতে প্রথম টেস্টে বিরাট কোহলিরা অস্ট্রেলিয়ার কাছে বিশ্রীভাবে হারলেও ভারত সিরিজে কামব্যাক করবেন বলেই মনে করছেন মাস্টার ব্লাস্টার।

আরও পড়ুন একা সামলালেন ঝাড়খন্ডের ব্যাটিং বিপর্যয়, ধোনি ধামাকায় মাতল ইডেন

সৌরভ,সচিনরা ভারতীয় দলের পাশে দাঁড়ালেও কোহলিদের কড়া সমালোচনা করেছেন সুনীল গাভাসকর। লিটল মাস্টারের মতে ভারতীয় ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং দেখে তিনি অবাক। সানি মনে করেন ক্রিজে থিতু হওয়ার পরিবর্তে অহেতুক হাঁকপাক করে বিপদ ডেকে এনেছেন রাহানেরা।

আরও পড়ুন  হারের ময়নাতদন্ত করতে নেমে কী বলছেন, ভারতের প্রাক্তন ক্রিকেটাররা?

.