শোয়েবকে নিয়ে ‘ওভার পজেসিভ’ সানিয়া!

Updated By: Sep 28, 2017, 03:52 PM IST
শোয়েবকে নিয়ে ‘ওভার পজেসিভ’ সানিয়া!

ওয়েব ডেস্ক:  এযাবত্ নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি একটা মুখ খুলতে শোনা যায়নি সানিয়া মির্জাকে। কেমন কাটছে তাঁর বিবাহিত জীবন? শোয়েব মালিকের সঙ্গে তাঁর সম্পর্ক ঠিক কীরকম? এক টক শো’তে নিজের মনের কথা জানিয়ে দিলেন টেনিস সুন্দরী। ‘নো ফিল্টার নেহা’ নামে এক টক শো সানিয়া জানালেন, নিজের সম্পর্ক নিয়ে একেবারেই নিরাপত্তাহীনতায় ভুগছেন না তিনি। তবে তিনি একটু বেশি মাত্রাতেই পজেসিভ।  

সম্প্রতি  ‘নো ফিল্টার নেহা’ নামক টক শো’তে অতিথি হিসাবে এসেছিলেন সানিয়া মির্জা। সেখানেই নেহা ধুপিয়ার প্রশ্নোত্তরে নিজের মনের কথা জানিয়ে দেন তিনি। বলেন, ‘ আমি আমার সম্পর্ক নিয়ে একেবারেই নিরাপত্তাহীনতায় ভুগি না। আমি একটু বেশি মাত্রায় পজেসিভ, যেটা ক্ষতিকারক।‘

নেহার অনুরোধে সম্পর্ক নিয়ে দর্শকদের পরামর্শও দেন তিনি। তাঁর মতে, সম্পর্ক নিয়ে অতিরিক্ত মাত্রায় পজেসিভ হওয়া উচিত হয়। নিজের মনে সঙ্গীর সম্পর্কে ভুল ধারনা তৈরি হলে, তা কথা বলে মিটিয়ে নিন। নিজের সম্পর্কের মাঝে তৃতীয় কাউকে আসতে দেবেন না। 

.