নতুন বছরের শুরুটা ভালো-মন্দ মিশিয়ে করলেন সানিয়া মির্জা
নতুন বছরের শুরুটা দারুণ করলেন সানিয়া মির্জা। পাশাপাশি রয়েছে খারাপ খবরও। ভাবছেন, এটা আবার কী রকম? আসলে নতুন বছরের শুরুতেই খেতাব জিতলেন সানিয়া। মার্কিন খেলোয়াড় বেথানি মাটেক স্যান্ডসকে সঙ্গী করে নতুন বছরের প্রথম খেতাব ব্রিসবেন ওপেন জিতলেন সানিয়া মির্জা। কিন্তু নিজের ডাবলস পার্টনারের কাছেই ranking-এর শীর্ষস্থানটাও হারাতে হল তাঁকে।
![নতুন বছরের শুরুটা ভালো-মন্দ মিশিয়ে করলেন সানিয়া মির্জা নতুন বছরের শুরুটা ভালো-মন্দ মিশিয়ে করলেন সানিয়া মির্জা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/01/07/75387-sania7-1-16.jpg)
ওয়েব ডেস্ক: নতুন বছরের শুরুটা দারুণ করলেন সানিয়া মির্জা। পাশাপাশি রয়েছে খারাপ খবরও। ভাবছেন, এটা আবার কী রকম? আসলে নতুন বছরের শুরুতেই খেতাব জিতলেন সানিয়া। মার্কিন খেলোয়াড় বেথানি মাটেক স্যান্ডসকে সঙ্গী করে নতুন বছরের প্রথম খেতাব ব্রিসবেন ওপেন জিতলেন সানিয়া মির্জা। কিন্তু নিজের ডাবলস পার্টনারের কাছেই ranking-এর শীর্ষস্থানটাও হারাতে হল তাঁকে।
আরও পড়ুন ফের মহেন্দ্র সিং ধোনির প্রশংসায় বিরাট কোহলি
গতবছরও ব্রিসবেন ওপেন খেতাব জিতেছিলেন সানিয়া মির্জা। তবে, তখন তাঁর সঙ্গী ছিলেন মার্টিনা হিঙ্গিস। আপাতত, সানিয়ার লক্ষ্য গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট। আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়ান ওপেন। সেখানেই নিজের ভালো পারফরম্যান্সের দিকে নজর সানিয়ার।